PM Narendra Modi

প্লিজ মোদীজি, আমাদের স্কুলটা ভাল করে বানিয়ে দাও না! খুদের আবেদনের ভিডিয়ো ভাইরাল

জম্মু ও কাশ্মীরের একটি সরকারি স্কুলের খুদে পড়ুয়া সীরাতের পাঁচ মিনিটের কম দৈর্ঘ্যের সেই ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ২০ লক্ষ মানুষ, ভিডিয়োটি পছন্দ করেছেন ১ লক্ষ ১৬ হাজার মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৫:০৪
Share:

স্কুলবাড়ি তৈরি করে দেওয়ার জন্য মোদীকে অনুরোধ খুদে সীরাতের। — ফাইল ছবি।

স্কুলে বসার বেঞ্চ নেই। তাই পড়ুয়াদের নোংরা মেঝেতে বসেই ক্লাস করতে হয়। তাতে পোশাক ময়লা হয়। ফলে প্রতি দিন বাড়িতে মায়ের হাতে মার খেতে হচ্ছে। এই সমস্যার সমাধানে সরাসরি এ বার আর্জি গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। জম্মু-কাশ্মীরের কাঠুয়ার একটি সরকারি স্কুলের এক খুদে পড়ুয়ার এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে খুদেটি দেশের প্রধানমন্ত্রীকে মোদীজি বলে সম্বোধন করে বলছে, ‘‘প্লিজ মোদীজি, খুব সুন্দর করে একটি স্কুল বানিয়ে দাও না।’’

Advertisement

কাঠুয়ার লোহাই-মালহার গ্রামের বাসিন্দা সীরাত নাজ়। সে পড়ে একটি সরকারি স্কুলে। কিন্তু সেই স্কুলে হাজারও সমস্যা ধরা পড়েছে ছোট্ট সীরাতের চোখে। সে বিশ্বাস করে, মোদী সবার কথা শোনেন। ফলে তার কথাও শুনবেন। এবং তাদের স্কুলটিকে সুন্দর করে তৈরি করে দেবেন। এই আর্জি নিয়েই সীরাত একটি ভিডিয়ো বানিয়েছে। পাঁচ মিনিটের কম দৈর্ঘ্যের সেই ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ২০ লক্ষ মানুষ (২ মিলিয়ন ভিউজ), ভিডিয়োটি পছন্দ (লাইক) করেছেন ১ লক্ষ ১৬ হাজার জন।

সেই ভিডিয়োয় প্রধানমন্ত্রীকে নিজের স্কুলবাড়ি ঘুরিয়ে দেখিয়েছে সীরাত। ভিডিয়োর শুরুতেই সীরাতকে ক্যামেরার দিকে মুখ করে বলতে শোনা যাচ্ছে, ‘‘মোদীজি, আমার না আপনাকে একটি কথা বলার আছে।’’ তার পর সে বলছে, ‘‘দেখো, আমাদের মেঝে কী রকম ময়লা হয়ে আছে। আমাদের এখানেই বসানো হয়।’’ তার পরে সীরাত আ বলে, ‘‘প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি না সুন্দর করে স্কুলটা বানিয়ে দাও। আমাদের নীচে বসতে হয় আর আমাদের জামা ময়লা হয়ে যায়। মা এ জন্য মারধর করে। আমাদের বসার বেঞ্চও নেই।’’

Advertisement

একে বারে শেষে সীরাত ভিডিয়ো শেষ করার আগে তার ‘মোদীজি’র কাছে শেষ আবদার, ‘‘মোদীজি, তুমি গোটা দেশের কথা শোনো। আমার কথাটিও প্লিজ শোনো, আর সুন্দর করে আমাদের স্কুলটি বানিয়ে দাও। যাতে আমাদের মেঝেতে বসতে না হয়। যাতে আমাদের মায়ের কাছে মার খেতে না হয়। যাতে আমরা ভাল করে পড়াশোনা করতে পারি।’’

দেশের প্রধানমন্ত্রীকে আদুরে গলায় খুদের অভিযোগ-অনুযোগের কথা বলার ধরনে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন