ছবি: এক্স।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ নিয়ে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ‘‘মৌলিক ভাবে ভারত-পাক সংঘাত আমাদের মাথা ঘামানোর বিষয় নয়। তাই আমরা যুদ্ধে জড়াতে পারব না। ওই দুই দেশকে নিয়ন্ত্রণও করতে পারি না আমরা। বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন জানাতে পারি।’’
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা হয়। তা ব্যর্থ করেছে সীমান্তরক্ষী বাহিনী।
আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, সচিব মার্কো রুবিয়ো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। হিংসা থামানোর ডাক দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিয়ো।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উরি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও এই নিয়ে প্রশাসন বা সেনা সরকারি ভাবে কিছু জানায়নি।
প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র বলছে, জম্মু ও কাশ্মীরের নওসেরায় দু’টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা।
সূত্রের খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, সিয়ালকোট, লাহৌরে পাল্টা হানা ভারতের। যদিও সরকারি ভাবে এই নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক্স (সাবেক টুইটার) ভারতে আট হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই কাজ করেছে তারা।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পঠানকোটে পাকিস্তানি বায়ুসেনার একটি বিমান গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। তবে সরকারি ভাবে এই নিয়ে কিছু জানানো হয়নি।
রাজস্থানের সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে ঘুরে ঘুরে সতর্ক করছে পুলিশ। সীমান্ত সংলগ্ন জয়সলমেঢ়, বারমেরেও টহল দিচ্ছে তারা। নাগরিকদের সতর্ক করছে।
এ বার লুধিয়ানায় ‘ব্ল্যাকআউট’। বাসিন্দাদের আলো নিবিয়ে ঘরে থাকতে বলল প্রশাসন।
পাকিস্তানের হামলার আবহে দেশে ২৪টি বিমানবন্দর বন্ধ রাখা হল। তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়লা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমেঢ়, জোধপুর, বিকানেল, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ।
বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছোতে হবে। বিমান ছাড়ার এক ঘণ্টা ১৫ মিনিট আগে বন্ধ হয়ে যাবে চেক-ইন। অসামরিক বিমান মন্ত্রক এই নির্দেশ দিয়েছে।
দেশের সকল আধাসেনা বাহিনীর ডিজি (ডিরেক্টর জেনারেল)-র সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে সতর্ক থাকতে বলা হয়েছে সিআইএসএফকে।
অসামরিক বিমানমন্ত্রকের একটি সূত্র বলছে, দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তা মোতায়েন করতে বলেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। বিমান সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে। যাত্রীদের চেকিংয়ের পরেই প্রবেশ করতে দেওয়া হবে বিমানবন্দরে।
পঞ্জাবে আগামী তিন দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল এবং কলেজ। ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী হরজোৎ সিংহ বাইন।
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তীব্র হতেই দুই দেশের সঙ্গে কথা বলল আমেরিকা। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে ফোন করেছেন বলে খবর। পরে তাঁর কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চাইছে ওয়াশিংটন। সেই বার্তাই দিয়েছেন রুবিয়ো।
প্রতিরক্ষামন্ত্রক এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানিয়েছে, পঠানকোট, জম্মু, উধমপুরে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেই হামলা প্রতিহত করা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভারত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।