Lok Sabha Election 2019

ষষ্ঠ তালিকায় ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

দিন সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ২১:৪১
Share:

দিল্লিতে সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

লোকসভা নির্বাচনের আগে ষষ্ঠ প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শুক্রবার ঝাড়খণ্ড, গুজরাত, হিমাচলপ্রদেশ, গোয়া, কর্নাটক এবং মধ্যপ্রদেশের ৪৮টি আসনে প্রার্থী ঘোষণা করল তারা। এই নিয়ে সবমিলিয়ে ২৮৬টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তবে বাংলার বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়নি।

Advertisement

এ দিন সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তিনি জানান, আসন্ন নির্বাচনে উত্তর গোয়া থেকে দাঁড়াবেন শ্রীপদ নায়েক। মধ্যপ্রদেশের মোরেনা থেকে দাঁড়াবেন নরেন্দ্র সিংহ তোমর। রেওয়া থেকে জনার্দন মিশ্র এবং জবলপুর থেকে দাঁড়াবেন রাকেশ সিংহ।

২০০৮-এর পর থেকে লাগাতার তিনবার হিমাচলপ্রদেশের হামিরপুর থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন অনুরাগ ঠাকুর। এ বারও হামিরপুর থেকেই দাঁড়াতে চলেছেন তিনি। শিমলা থেকে দাঁড়াবেন সুরেশ কাশ্যপ। ঝাড়খণ্ডের গোড্ডায় প্রার্থী হচ্ছেন নিশিকান্ত দুবে। ২০১৪-য় হাজারিবাগ থেকে জিতেছিলেন জয়ন্ত সিনহা। এ বারও সেখান থেকেই লড়বেন তিনি। ধানবাদ থেকে দাঁড়াবেন পশুপতিনাথ সিংহ। কর্নাটকের মাণ্ড্যতে নির্দল প্রার্থী সোমলতাকে সমর্থন করবে বিজেপি।

Advertisement

বিজেপির প্রার্থীতালিকা।

আরও পড়ুন: বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়তে প্রস্তুত ১১১ কৃষক​

আরও পড়ুন: রাজ্য জুড়ে বড় প্রচারের পরিকল্পনা বিজেপির, ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভা?​

গত বার ঝাঁসি থেকে জয়ী হয়েছিলেন উমা ভারতী। এ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। অমিত শাহ তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি নিযুক্ত করেছেন বলে সংবাদিক বৈঠকে জানান জেপি নাড্ডা।

(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন