মামলা তুলে নিল বিজেপি

বিজেপি সূত্রের খবর, যে সব সমস্যার কথা জানানো হয়েছিল, সেগুলি ফেব্রুয়ারি মাসের। তা ছাড়া পুলিশ-প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০৩:৫৩
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ সরকার দলের শীর্ষনেতাদের জনসভার অনুমতি দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য বিজেপি। কিন্তু আজ বিজেপি নিজেই সেই মামলা প্রত্যাহার করে নিল।

Advertisement

এর আগে রথযাত্রার অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব। শীর্ষ আদালত রথযাত্রার অনুমতি না দিলেও সে সময় বলেছিল, বিজেপি জনসভার অনুমতি চাইলে দিতে হবে। রাজ্য সরকার তখন জানায়, জনসভায় তাদের আপত্তি নেই। তবে সময় মতো সভার স্থান-কাল ও বক্তাদের নাম জানাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, বিজেপি সময় মতো সব তথ্য দিলে রাজ্য সভার অনুমতি দেবে। কিন্তু বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে বলে, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, রাজনাথ সিংহের জনসভার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার নানা বাধা তৈরি করেছে। কোথাও হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। কোনও ক্ষেত্রে যেখানে জনসভা করতে চাওয়া হয়েছে, সেখানে অনুমতি মেলেনি। কিন্তু বিজেপির আইনজীবীরা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চকে জানান, তাঁরা মামলা প্রত্যাহার করে নিচ্ছেন।

বিজেপি সূত্রের খবর, যে সব সমস্যার কথা জানানো হয়েছিল, সেগুলি ফেব্রুয়ারি মাসের। তা ছাড়া পুলিশ-প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। ফলে এখন আর অভিযোগ তোলার অর্থ নেই। তবে সভা বা হেলিকপ্টার নামার জন্য বিজেপি চাহিদা মতো তথ্য দেয়নি বলে যুক্তি সাজিয়ে তৈরিই ছিল রাজ্য সরকার। বিজেপি নিজে থেকেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement