কমিশনে দরবার

প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ভোট কর্মীরা খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। তাঁদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৩:১৪
Share:

—ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের ভোটকর্মীদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার দাবি তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। আজ এআইসিসি ও প্রদেশ কংগ্রেসের নেতারা মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দরবার করে অভিযোগ তোলেন, রাজ্যের সরকারি অফিসাররা আতঙ্কে ভোটের ডিউটিতে যেতে চাইছেন না। প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘ভোট কর্মীরা খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। তাঁদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। ৭৮ হাজার বুথকেই অতি স্পর্শকাতর ঘোষণা করা হোক। বুথে যেন রাজ্য পুলিশের কোনও নিয়ন্ত্রণ না থাকে। কেন্দ্রীয় বাহিনীর টহল বাড়াতে হবে। কারণ গ্রামে গ্রামে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে কেউ ভোট দিতে না যায়।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement