‘মোদী সেনা’ বলে বিতর্কে আদিত্যনাথ

গাজ়িয়াবাদে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহের সমর্থনে সভা করেন আদিত্যনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

গাজিয়াবাদ শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০৩:২৪
Share:

ছবি: পিটিআই।

বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর থেকেই বিজেপির ভোট প্রচারের অস্ত্র জাতীয়তাবাদ। আজ গাজ়িয়াবাদে জাতীয়তাবাদের পালে হাওয়া দিতে গিয়ে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদীজি কি সেনা’ বলে বসেছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সরব বিরোধীরা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, ‘সেনা সকলের’। কংগ্রেসের অভিযোগ, এটা বাহিনীর অপমান। যোগীর কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই ধরনের মন্তব্যের জন্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান প্রাক্তন নৌবাহিনী প্রধান এল রামডস।

Advertisement

গাজ়িয়াবাদে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহের সমর্থনে সভা করেন আদিত্যনাথ। বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের প্রসঙ্গ তোলেন তিনি। বিরোধীদের নিশানা করতে গিয়ে উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াতো। মোদীজির সেনা জঙ্গিদের গুলি-গোলা দেয়। কংগ্রেস মাসুদ আজহারের নাম করার সময় ‘জি’ বলে। আর মোদীর নেতৃত্বে মাসুদের ডেরা বোমা ফেলে ধ্বংস করা হয়।’’

মোদীর বিরুদ্ধে জাতপাতের রাজনীতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, বিভাজনের রাজনীতি করে গণতন্ত্রের অপমান করেছেন মোদী। তাই তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হোক।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন