‘ঘরে ফিরে’ সুখরামের আডবাণী-খোঁচা

টেলিকম কেলেঙ্কারি-সহ নানা দুর্নীতির মামলায় বারবারই ঘুরেফিরে এসেছে হিমাচলপ্রদেশের প্রবীণ রাজনীতিক সুখরামের নাম। দল বদলেও তিনি বরাবর দক্ষ বলে পরিচিত।

Advertisement

সংবাদ সংস্থা

শিমলা ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৩:২৩
Share:

ফের কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরাম ও তাঁর নাতি আশ্রয় শর্মা। ছবি পিটিআই।

কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’ হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের। সঙ্গে ফিরলেন তাঁর নাতি আশ্রয় শর্মাও। কংগ্রেসে যোগ দেওয়ার পরে লালকৃষ্ণ আডবাণীকে কোণঠাসা করার অভিযোগ নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন সুখরাম।

Advertisement

টেলিকম কেলেঙ্কারি-সহ নানা দুর্নীতির মামলায় বারবারই ঘুরেফিরে এসেছে হিমাচলপ্রদেশের প্রবীণ রাজনীতিক সুখরামের নাম। দল বদলেও তিনি বরাবর দক্ষ বলে পরিচিত। আজ দিল্লিতে রাহুল গাঁধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন সুখরাম ও তাঁর নাতি আশ্রয়। তার পরে আডবাণী প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে সুখরাম বলেন, ‘‘তিন মাস পরে বয়স ৯৩ হবে। কিন্তু রাহুলজি আমায় বিশেষ সম্মান দিচ্ছেন। আডবাণী আমার চেয়ে ছোট। কিন্তু তাঁকে বিজেপি সম্মান দিতে পারে না।’’

পি ভি নরসিমা রাওয়ের সরকারে মন্ত্রী ছিলেন সুখরাম। পরে টেলিকম ক্ষেত্রে দুর্নীতি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একাধিক মামলায় অভিযুক্ত হন তিনি। দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার জেরেই কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তাঁকে। পরবর্তীকালে একটি মামলায় নিষ্কৃতি পান তিনি। বাকি মামলাগুলির শুনানি চলছে। কংগ্রেস থেকে বহিষ্কারের পরে হিমাচল বিকাশ মোর্চা কংগ্রেস গড়ে বিজেপির সঙ্গে হাত মেলান সুখরাম। ২০০৪ সালের লোকসভা ভোটের আগে ফের কংগ্রেসে যোগ দেন সুখরাম। ২০১৭ সালে ফের যোগ দেন বিজেপিতে। আজ সুখরাম বলেন, ‘‘রাহুলজি বললেন, আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। আমার রাজনৈতিক জীবনের সিংহভাগ কংগ্রেসে কেটেছে। আমি ঘরে ফিরলাম।’’ বিজেপিকে ফের খোঁচা দিয়ে সুখরামের বক্তব্য, ‘‘আমি যখন বিজেপিতে যোগ দিই তখন ওরা হিমাচলের ৬৮টি বিধানসভা আসনের মধ্যে ৪৪টি আসনে জিতেছিল।’’ সুখরামের ছেলে অনিল শর্মা ও আশ্রয় শর্মাও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনিল শর্মা নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী। কিন্তু মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে না পেরে ঠাকুর্দার সঙ্গেই কংগ্রেসে ফিরেছেন অনিলের ছেলে আশ্রয়। ফলে অনিল কি করবেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, ‘‘অনিল কী করবেন তা তিনিই স্থির করবেন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন