National News

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নয়, ফের বললেন মায়াবতী

মায়াবতী কথাটা যতটা সরাসরি বলেছেন, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব কিন্তু ততটা সরাসরি তা বলতে চাননি। তাঁর কথায় স্পষ্ট, ভবিষ্যতে পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখতে তিনি কংগ্রেসের জন্য কিছুটা জমি ছেড়ে রাখতে চাইছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ২০:০০
Share:

মায়াবতী। -ফাইল ছবি

আসন্ন লোকসভা নির্বাচনে কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বসপা)। রাহুল গাঁধীর দলের সঙ্গে কোথাও যাবে না আসন সমঝোতায়। বসপা নেত্রী মায়াবতী মঙ্গলবার নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমি আবারও বলছি, কোথাও আমরা কংগ্রেসের সঙ্গে যাব না আসন সমঝোতায়।’’

Advertisement

মায়াবতী কথাটা যতটা সরাসরি বলেছেন, সমাজবাদী পার্টি (সপা) নেতা অখিলেশ যাদব কিন্তু ততটা সরাসরি তা বলতে চাননি। তাঁর কথায় স্পষ্ট, ভবিষ্যতে পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখতে তিনি কংগ্রেসের জন্য কিছুটা জমি ছেড়ে রাখতে চাইছেন।

অখিলেশ বলেছেন, ‘‘এখন অনেক দেরি হয়ে গিয়েছে। কংগ্রেসের জন্য আসন ছাড়বটা কোথায়?’’

Advertisement

আরও পড়ুন- আয়কর ফাঁকি ১০০ কোটির! মায়াবতীর প্রাক্তন সচিবের বাড়িতে তল্লাশি

আরও পড়ুন- মায়ার না, কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে চাপে অখিলেশ​

উত্তরপ্রদেশে লোকসভা আসনের সংখ্যা ৮০। দু’টি আসন বাদে বাকি সবগুলিতেই প্রার্থী দিচ্ছে সপা, বসপা জোট। অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলও পেয়েছে আসন। কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা না হলেও সপা, বিএসপি জানিয়েছে অমেঠী ও রায়বরেলীতে জোট কোনও প্রার্থী দেবে না। অমেঠীতে দাঁড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আর রায়বরেলীতে তাঁর মা সনিয়া গাঁধী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement