National- Lok Sabha Election 2019

মোদী-মায়াবতীর তরজা

অলওয়ারে দলিত মহিলার ধর্ষণের ঘটনায় পদক্ষেপ করার জন্য রাজস্থান পুলিশ ভোট শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা 

লখনউ ও কুশীনগর শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০২:১০
Share:

কংগ্রেস সরকারকে নিশানা করেছেন মোদী ও মায়াবতী।

রাজস্থানের অলওয়ারে গণধর্ষণ কাণ্ড নিয়ে গত কাল একসুরে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী ও মায়াবতী। আজ সেই ঘটনা নিয়েই তরজা শুরু হল তাঁদের মধ্যে।

Advertisement

অলওয়ারে দলিত মহিলার ধর্ষণের ঘটনায় পদক্ষেপ করার জন্য রাজস্থান পুলিশ ভোট শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল বলে অভিযোগ। বিষয়টি সামনে আসায় রাজস্থানের কংগ্রেস সরকারকে নিশানা করেছেন মোদী ও মায়াবতী। আজ আবার বিএসপি নেত্রী মায়াবতী বলেন, ‘‘অলওয়ার নিয়ে নোংরা রাজনীতি করছেন মোদী। অলওয়ারের ঘটনা নিয়ে সঠিক পদক্ষেপ করা না হলে বিএসপি রাজনৈতিক পথে মোকাবিলা করবে।’’ পরে কুশীনগরের সভায় মোদী বলেন, ‘‘বহেনজি, দলিত মেয়ের ধর্ষণের পরেও রাজস্থানের কংগ্রেস সরকারের উপর থেকে সমর্থন তুললেন না কেন? আপনি কুমিরের কান্না কাঁদছেন।’’

রাজস্থানে কংগ্রেসকে সমর্থন করেছেন মায়াবতীর ৬ জন বিধায়ক। জবাবে মায়াবতী বলেন, ‘‘আমরা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু উনায় দলিতকে মারধর, রোহিত ভেমুলার মৃত্যুর মতো ঘটনায় মোদীজি দায় নিচ্ছেন না কেন? কেন তিনি ইস্তফা দেননি?’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন