‘দুই কুম্ভকর্ণ, পালা করে জেগে খেতে শুরু করে’

মোদী দাবি করেন, এ বার যে হাওয়া খারাপ, সেটা ওরা বুঝে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ওয়র্ধা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০২:০৬
Share:

এনসিপিকেও কড়া ভাষায়  আক্রমণ করলেন মোদী। ছবি: এপি।

দুর্নীতি ও পরিবারতন্ত্রের প্রশ্নে কংগ্রেসের পাশাপাশি শরদ পওয়ারের এনসিপিকেও আজ কড়া ভাষায় আক্রমণ করলেন মোদী। বিদর্ভের ওয়র্ধায় ভোটসভায় মোদী বলেন, ‘‘কংগ্রেস ও এনসিপি ক্ষমতায় থাকার জন্য যে কোনও কিছু করতে পারে। এরা পালা করে ছ’মাস করে ঘুমোয়। এর পর ঘুম থেকে উঠে একের পর এক সরকারি প্রকল্প থেকে জনগণের টাকা লুট করে খায়।’’ মোদীর কথায়, ‘‘আমরা কৃষকদের জন্য অক্লান্ত ভাবে কাজ করে চলেছি। আর সেচ কেলেঙ্কারিতে জড়িত কংগ্রেস-বিজেপি জোট কৃষকদের লুটেছে।’’

Advertisement

মোদী দাবি করেন, এ বার যে হাওয়া খারাপ, সেটা ওরা বুঝে গিয়েছে। তাঁর কথায়, ‘‘শরদ পওয়ার না ভেবে কিছুই করেন না। প্রথমে লোকসভা ভোটে লড়ার কথা বললেও এখন বলছেন রাজ্যসভার সদস্য থাকলেই তিনি সন্তুষ্ট!’’ এর পরে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, নিজে কৃষক হয়েও কেন্দ্রে কৃষিমন্ত্রী থাকা কালে কৃষিজীবীদের জন্য কিছুই করেননি শরদ পওয়ার। এখন তাঁর মিথ্যা প্রতিশ্রুতির কথা মানুষ বুঝে ফেলেছেন। ভোটের টিকিট নিয়ে কোন্দল শুরু হয়েছে পরিবারে। দলটা পওয়ারের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। রাশ হাতে নিতে চাইছেন অজিত পওয়ার। ভাইপোই ‘হিট উইকেট’ করিয়ে দিয়েছে শরদকে।

প্রবীণ নেতার প্রতি মোদীর এমন আক্রমণ ‘দুঃখজনক’ বলে ক্ষোভ জানান এনসিপির সাংসদ শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। মুম্বইয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সুপ্রিয়া বলেন, ‘‘প্রধানমন্ত্রী এমনটা বলবেন, এটা আশা করা যায় না। তাঁর তো উন্নয়নের মূল বিষয়গুলি নিয়ে কথা বলার কথা। তবে ওঁদের দলটাই প্রবীণদের মর্যাদা দেয় না।’’ দলে শরদের রাশ আলগা হওয়া নিয়ে মন্তব্যের জবাবে সুপ্রিয়া বলেন, ‘‘আমাদের দলে সব নেতা-কর্মী আলোচনা করে সিদ্ধান্ত নেন।’’ এনসিপির মুখপাত্র নবাব মালিক ছুড়েছেন পাল্টা কটাক্ষ। তাঁর কথায়, ‘‘ওয়র্ধায় খালি মাঠে সভা করার হতাশা থেকেই মোদী এ সব বলেছেন। পওয়ার সাহেব আমাদের দলের সভাপতি। যে লালকৃষ্ণ আডবাণী আপনাকে রাজনীতিতে এনেছেন, নেতা বানিয়েছেন, মুখ্যমন্ত্রী করেছেন— তাঁর প্রতি আপনি কী আচরণ করছেন, মানুষ তা দেখছেন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন