Lok Sabha Election 2019

‘আপনার বাবা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’, বফর্স নিয়ে রাহুলকে আক্রমণ মোদীর

শনিবার উত্তরপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় রাজীব গাঁধীকে ‘এক নম্বরের দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ ছুড়ে দেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১১:৫৩
Share:

—ফাইল চিত্র।

রাজীব গাঁধীর প্রসঙ্গ তুলে রাহুলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় রাজীব গাঁধীকে ‘এক নম্বরের দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ ছুড়ে দেন মোদী।

Advertisement

নরেন্দ্র মোদী বফর্স ‘দুর্নীতি’র প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেছিলেন। বফর্স কামান কেনার জন্য একটি সুইডিশ সংস্থার থেকে ঘুষ নিয়েছিলেন রাজীব, এমনই অভিযোগ উটেছিল একসময়। যদিও রাজীব গাঁধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনও প্রমাণ নেই, হাইকোর্ট রায় দিয়েছে। শনিবার সেই বফর্সের প্রসঙ্গ তুলে মোদী বলেন, “আপনার বাবা তাঁর পারিপার্শ্বিক মানুষদের কাছে ‘মিস্টার ক্লিন’ হতে পারেন, কিন্তু তাঁর জীবন শেষ হয়েছে ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ হয়ে।” আশির দশকে বফর্স কেলেঙ্কারির কথা সামনে আসে। ১৯৯১ সালে রাজীব গাঁধীর মারা যান।

পাশাপাশি মোদী বলেন, ‘‘নামদাররা ভাল করে শুনে রাখুন সোনার চামচ মুখে দিয়ে আমার জন্ম হয়নি, কোনও রাজ পরিবারেও জন্ম নিইনি আমি। আমার ভাবমূর্তি ছোট করে এই মানুষগুলো চাইছে কেন্দ্রে একটা দুর্বল সরকার গড়তে।’’

Advertisement

আরও পড়ুন: লোক এনে খুনের হুমকি, বেফাঁস মন্তব্যে প্রশ্নের মুখে ভারতী ঘোষ

রাফাল যুদ্ধবিমান নিয়ে নরেন্দ্র মোদীকে বহু দিন ধরে বিঁধছেন রাহুল গাঁধী। এ দিন রাফালের প্রসঙ্গ মুখে না আনলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী প্রচারে তার প্রত্যুত্তর দিতেই বফর্স প্রসঙ্গ টেনে আনেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement