Lok Sabha Election 2019

‘মোদীর বদলে অমিতাভ বচ্চনকে প্রধানমন্ত্রী করতে পারতেন’! প্রচারে গিয়ে বললেন প্রিয়ঙ্কা

রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম দফা। তার আগের শেষ নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মির্জাপুরে গিয়েছিলেন প্রিয়ঙ্কা গাঁধী। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১৭:০৩
Share:

মিরজাপুরে নির্বাচনী প্রচারে প্রিয়ঙ্কা গাঁধী। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় অভিনেতা বলে মন্তব্য করলেন প্রিয়ঙ্কা গাঁধী। পাশাপাশি প্রিয়ঙ্কার বিতর্কিত মন্তব্য, এর থেকে অমিতাভ বচ্চনকেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা যেত।

Advertisement

রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম দফা। তার আগের শেষ নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মির্জাপুরে গিয়েছিলেন প্রিয়ঙ্কা গাঁধী। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

প্রিয়ঙ্কা বলেন,‘‘আপনারা নিশ্চয় বুঝেছেন, বিশ্বের সবচেয়ে বড় অভিনেতাকে আপনারা প্রধানমন্ত্রী বানিয়েছেন। এর থেকে আপনারা অমিতাভ বচ্চনকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারতেন। কারণ, এঁরা কেউই আপনাদের জন্য কিছুই করবেন না। এই নির্বাচনে আমরা গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য লড়াই করছি। প্রত্যেক নাগরিকের উচিত খুবই দায়িত্বের সঙ্গে নিজের ভোট দেওয়া।’’

Advertisement

আরও পড়ুন: বাপুজিকে অপমান করায় সাধ্বী প্রজ্ঞাকে ক্ষমা করতে পারব না, গডসে বিতর্কে কড়া বার্তা মোদীর

প্রধানমন্ত্রীর সম্বন্ধে তির্যক মন্তব্য করতে অমিতাভ বচ্চনের তুলনা টেনে প্রিয়ঙ্কা অমিতাভকেও অপমান করেছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন।

অমিতাভ বচ্চন শুধু সেরা অভিনেতাই নন, একসময় গাঁধী পরিবারেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রিয়ঙ্কা গাঁধীর বাবা রাজীব গাঁধীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এমনকি রাজীব গাঁধী প্রধানমন্ত্রী হওয়ার পর অমিতাভ ইলাহাবাদের সাংসদ হন। কিন্তু বফর্স দুর্নীতিতে নাম জড়ানোর পর তিনি রাজনীতি থেকে ইস্তফা দেন। পরে অবশ্য অমিতাভ ক্লিনচিট পেয়েছিলেন। কিন্তু এর পর থেকেই গাঁধী পরিবারের সঙ্গে ক্রমশ তাঁর দূরত্ব তৈরি হয়। ১৯৯১ সালে রাজীব গাঁধীর মৃত্যুর পর এই দূরত্ব আরও বেড়ে যায়।

আরও পড়ুন: ভোটের মুখে বারুইপুরের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লাখ

অমিতাভ বচ্চন বর্তমানে মোদীর রাজ্য গুজরাত পর্যটনের ব্রান্ড অ্যাম্বাসাডর। তাঁর স্ত্রী জয়া বচ্চন আবার সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ।

উত্তরপ্রদেশের মির্জাপুর লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে বিজেপির জোটসঙ্গী আপনা দল জয়ী হয়। চলতি লোকসভা নির্বাচনে সেই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ললিতেশ ত্রিপাঠী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন