মহাজোট ভাঙার জল্পনা, হস্তক্ষেপ রাহুলের

আরজেডির সঙ্গে কংগ্রেসের গত কাল থেকে গোলমাল শুরু হয়। কংগ্রেস নেতারা দ্বারভাঙা এবং সুপোল আসন নিয়ে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি হননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৪:১৭
Share:

রাহুল গাঁধীর সঙ্গে শত্রুঘ্ন সিন্‌হা। নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

মহাজোট ভাঙছে না বিহারে। আজ সন্ধ্যায় মহাজোটের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল। কিন্তু হঠাৎই সেই সাংবাদিক বৈঠক বাতিল করা হয়। তাতেই মহাজোট ভেঙে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। দিনভর টানাপড়েনের পরে আগামী কাল সকালে মহাজোটের নেতারা সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি, দিল্লিতে আজই পটনা সাহিবের সাংসদ শত্রুঘ্ন সিন্‌হার কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্ত মহাজোটের গোলমালের আঁচ তাতেও লাগে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল কংগ্রেসে যোগ দেবেন বিহারীবাবু। পটনা সাহিব কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন।

Advertisement

আরজেডির সঙ্গে কংগ্রেসের গত কাল থেকে গোলমাল শুরু হয়। কংগ্রেস নেতারা দ্বারভাঙা এবং সুপোল আসন নিয়ে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি হননি। এতেই আরজেডি নেতারা ক্ষুব্ধ হন। ঘনিষ্ঠ মহলে তেজস্বী জানিয়ে দেন, কংগ্রেসকে বাদ দিয়ে এক তরফা প্রার্থী ঘোষণা করা হবে। তাতেই মহাজোট ভেঙে যাবে বলে মনে হয়েছিল। পরিস্থিতি নিয়ে দিল্লি গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে আজ দুপুরে দফায় দফায় বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝা-সহ প্রদেশ নেতারা। অন্য দিকে, আজ দিনের সমস্ত কর্মসূচি বাতিল করেন তেজস্বী যাদব। দলের তরফে জানানো হয়, তিনি অসুস্থ। সন্ধ্যায় মহাজোটের সাংবাদিক বৈঠকের আয়োজন থাকলেও তা বন্ধ করা হয়।

সুপোল আসনে কংগ্রেস প্রার্থী রঞ্জিতা রঞ্জনকে নিয়ে আপত্তি ছিল আরজেডির। মাধেপুরার সাংসদ পাপ্পু যাদবের স্ত্রী রঞ্জিতা। এ ছাড়া, দ্বারভাঙার সাংসদ কীর্তি আজাদকে টিকিট দিতে চাইছে না আরজেডি। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী আব্দুল বারি সিদ্দিকিকে দ্বারভাঙা থেকে দাঁড় করাচ্ছে আরজেডি। তা নিয়ে বিবাদ ছিল কংগ্রেসের সঙ্গে। যদিও রাহুল গাঁধীর হস্তক্ষেপে কংগ্রেস নেতারা শান্ত হন। কীর্তি আজাদকে বাল্মীকিনগর কেন্দ্র থেকে দাঁড় করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement