Lok Sabha Election 2019

আলাদা প্রধানমন্ত্রী চাইলে, ৩৭০ ধারা বাতিল করা হবে, হুমকি রাজনাথ সিংহের

নির্বাচনী প্রচারে এই বিশেষ ধারা নিয়ে হুমকি দেওয়ার পিছনে রয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার একটি মন্তব্য।

Advertisement

সংবাদ সংস্থা

সুচেতগড় শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ১৬:০৪
Share:

রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

ওমর আবদুল্লার মন্তব্যের জবাবে জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুবিধা প্রত্যাহারের হুমকি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সম্প্রতি জম্মু-কাশ্মীরের সুচেতগড়ে নির্বাচনী জনসভায় গিয়ে তিনি এ কথা বলেছেন।

Advertisement

বিজেপি বহুদিন ধরেই জম্মু-কাশ্মীরে বিশেষ সাংবিধানিক সুবিধা ৩৭০ এবং ৩৫এ ধারা উঠিয়ে দেওয়ার কথা ভাবছে। সোমবার বিজেপির নির্বাচনী ইস্তাহারেও ক্ষমতায় এলে এই দুই ধারা উঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচনী প্রচারে এই বিশেষ ধারা নিয়ে হুমকি দেওয়ার পিছনে রয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার একটি মন্তব্য। সম্প্রতি বন্দিপুরার এক জনসভায় ওমর আবদুল্লা সমস্ত দলীয় কর্মীদের জম্মু-কাশ্মীরের স্বশাসন বজায় রাখার আশ্বাস দেন। তিনি জানান, তাঁর দলের উদ্দেশ্য জম্মু-কাশ্মীরে পৃথক রাষ্ট্রপতি এবং পৃথক প্রধানমন্ত্রী নিয়োগ করা। এর পরই রাজনাথ সিংহ বলেন, ‘‘কেউ যদি জম্মু-কাশ্মীরের জন্য পৃথক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কথা বলেন, তাহলে ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল করা ছাড়া আমাদের কাছে অন্য কোনও উপায় নেই।’’

Advertisement

আরও পড়ুন: অবশেষে ‘ক্ষত’ মেরামতের চেষ্টা, ক্ষুব্ধ আডবাণী-জোশীর সঙ্গে দেখা করলেন অমিত শাহ

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ন্যাশনাল কনফারেন্সের জোট কংগ্রেসের কাছেও এই দাবি কতটা যুক্তিযুক্ত জানতে চান তিনি। এই মন্তব্য যে দিন ওমর আবদুল্লা করেছিলেন সে দিনও বিষয়টা নিয়ে বিতর্ক হয়েছিল। কংগ্রেসের জোট সঙ্গী এমন মন্তব্য কী ভাবে করতে পারে ওই দিনই কংগ্রেসের কাছে তার জবাব চান মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন