Lok Sabha Election 2019

ভোট শুরুর সময় এগোনোর আর্জি খারিজ

২ মে পাশার আর্জি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০১:৩৬
Share:

—ফাইল চিত্র।

শেষ দফায় ভোট শুরুর সময় সকাল সাতটা থেকে এগিয়ে ভোর সাড়ে পাঁচটা করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন আইনজীবী মহম্মদ নিজামুদ্দিন পাশা।

Advertisement

২ মে পাশার আর্জি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৫ মে আর্জি খারিজ করে কমিশন। ফলে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন পাশা। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, কোন সময়ে ভোট হবে, তা নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। এটা স্থির করবে কমিশন। মাত্র এক দফার ভোট বাকি। পাশা জানান, কিছু অংশে এখন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত তীব্র গরম। বিচারপতিরা বলেন, ‘‘ভোটের সময় সকাল সাতটা থেকে সন্ধে ছ’টা। প্রয়োজনে সকালে ভোট দিতে পারেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন