Lok Sabha Election 2019

৮৯৫ কোটির সম্পত্তি, কিন্তু একটাও গাড়ি নেই! ইনি দুই তেলুগু রাজ্যের ধনীতম প্রার্থী

পেশায় ইঞ্জিনিয়ার বিশ্বেশ্বর রেড্ডি ২০১৪ সালের নির্বাচনে টিআরএস-এর প্রার্থী হিসাবে ৫২৮ কোটি টাকার পারিবারিক সম্পত্তি দেখিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৭:৫৭
Share:

মনোনয়ন জমা দিচ্ছেন কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

ভেঙে বেরিয়ে যাওয়া তেলঙ্গানার তুলনায়, ধনে-জনে-বৈভবে অনেকটাই এগিয়ে বর্তমান অন্ধ্রপ্রদেশ। কিন্তু ধনীতম প্রার্থীর দৌড়ে, অন্ধ্রকে টেক্কা দিয়ে গেল তেলঙ্গানা। দুই তেলুগুভাষী রাজ্যের সব আসনে মনোনয়ন পেশ করা প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে তেলঙ্গানার চেবেল্লা থেকে ভোটে দাঁড়াচ্ছেন তিনি।

Advertisement

গত লোকসভা ভোটে এই আসন থেকেই তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) টিকিটে জিতেছিলেন বিশ্বেশ্বর। তবে গত বছর ডিসেম্বরে তিনি টিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার সময় শুক্রবার নিজের সম্পত্তির এফিডেভিট জমা দিয়েছেন বিশ্বেশ্বর রেড্ডি। তাতে মোট ৮৯৫ কোটি টাকার পারিবারিক সম্পত্তির হিসাব দিয়েছেন তিনি, যার মধ্যে নিজের অস্থাবর সম্পত্তি রয়েছে ২২৩ কোটি টাকার। তাঁর স্ত্রী সঙ্গীতা রেড্ডি অ্যাপোলো হাসপাতালের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬১৩ কোটি টাকা। তাঁদের একমাত্র ছেলে কে অনিন্দিত রেড্ডির নামে ২০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘মানি ইজ হানি’, সমঝোতা নিয়ে কংগ্রেসকে তোপ বিমানের, পাল্টা জবাব সোমেনের​

আরও পড়ুন: বাংলায় এক ব্যক্তির সরকার চলছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিছুই হচ্ছে না: মমতাকে বিঁধলেন রাহুল​

অন্য দিকে, নিজের স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি টাকা বলে জানান বিশ্বেশ্বর রেড্ডি। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮১ লক্ষ। তবে পরিবারের কোনও সদস্যের গাড়ি নেই বলে হলফনামা দিয়েছেন তিনি।

পেশায় ইঞ্জিনিয়ার বিশ্বেশ্বর রেড্ডি ২০১৪ সালের নির্বাচনে টিআরএস-এর প্রার্থী হিসাবে ৫২৮ কোটি টাকার পারিবারিক সম্পত্তি দেখিয়েছিলেন। অর্থাত্ গত ৫ বছরে তাঁর পারিবারিক সম্পত্তি ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বিশ্বেশ্বর রেড্ডির পরই দুই তেলুগু রাজ্যের ধনীতম রাজনীতিকের তালিকায় নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী তথা নারায়ণ গ্রুপ অব ইনস্টিটিউশনসের মালিক পি নারায়ণের। শুক্রবার নেল্লোর থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তাতে নিজের মোট পারিবারিক সম্পত্তির পরিমাণ ৬৬৭ কোটি দেখিয়েছেন। আগামী মাসে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে নিজের মোট সম্পত্তির পরিমাণ ৫৭৪ কোটি বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান ওয়াইএস জগমোহন রেড্ডি এবং তাঁর স্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ ৫৩৮ কোটি টাকা।

(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন