থেঁতলানো মুখ, বিবস্ত্র অবস্থায় মিলল পড়ুয়া যুগলের দেহ

শুনসান হিল স্টেশন। তার এক দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ আইএনএস। অন্য দিকে, নৌ প্রশিক্ষণ স্টেশন। রোজকার মতো সেই জায়গায় সোমবারও গরু চরাতে গিয়েছিলেন কয়েক জন গ্রামবাসী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৫:৩৬
Share:

মৃত শ্রুতি এবং সার্থক। ছবি: সংগৃহীত।

শুনসান হিল স্টেশন। তার এক দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ আইএনএস। অন্য দিকে, নৌ প্রশিক্ষণ স্টেশন। রোজকার মতো সেই জায়গায় সোমবারও গরু চরাতে গিয়েছিলেন কয়েক জন গ্রামবাসী। সেখানে তাঁরা দুই তরুণ-তরুণীর দেহ দেখতে পান। জানা গিয়েছে, দেহ দু’টি সম্পূর্ণ নগ্ন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে ছিল আঘাতের চিহ্ন। মুখ দু’টি ছিল থেঁতলানো। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। সেখান থেকে মৃতদের নাম ও পরিচয় জানা যায়। বছর চব্বিশের ওই তরুণের নাম সার্থক ওয়াঘচোর। বাড়ি আহমেদনগরের রাহুরিতে। অন্য জন, বাইশ বছরের শ্রুতি সঞ্জয় দাম্বরে। জানা গিয়েছে, সার্থক আইএনএস-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া। শ্রুতিও একই প্রতিষ্ঠানের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী।

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, বিজেপি বিধায়কের মেয়েকে কোপাল তাঁরই সহপাঠী!

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্রুতি এবং সার্থক রবিবার বিকেলে ওই হিল স্টেশনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে হয়তো দুষ্কৃতীর খপ্পরে পড়েন তাঁরা। টাকাপয়সা হাতিয়ে নিয়ে তাঁদের নগ্ন করে, খুন করা হয়েছে। যদিও পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ অনেকেই। দেহ দু’টি যেখান থেকে উদ্ধার হয় সেখান থেকে ২০০ ফুট দূরে সার্থকের বাইক উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সার্থক এবং শ্রুতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণে খুনের পাশাপাশি এই মৃত্যুর পিছনে আত্মহত্যার তত্ত্বও তুলে ধরেছে পুলিশ। শুনসান এলাকায় গিয়ে একজনকে খুন করে অন্য জন আত্মহত্যাও করতে পারেন বলে মত পুলিশের। যদিও আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিয়েছেন শ্রুতির বাড়ির লোকজন। তাঁদের দাবি, দুই পরিবারই সার্থক এবং শ্রুতির সম্পর্কের কথা জানতেন। এবং তাঁদের মধ্যে কোনও বিবাদও ছিল না। খুন নাকি আত্মহত্যা এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন