খোঁজ মিলছে কি নিখোঁজ বিমানের?

নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পরে সম্ভবত খোঁজ মিলল উপকূলরক্ষীবাহিনীর ডর্নিয়ার বিমানের। সোমবার রাতে ৩ অফিসার-সহ নিখোঁজ হয়ে যায় ওই বিমানটি। শনিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমুদ্রের একটি বিশেষ অঞ্চল থেকে বিমানটির সিগন্যাল মিলেছে। ওই অঞ্চলে তেল ভাসতেও দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ১৫:৪৮
Share:

ভাসছে তেল। ছবি: টুইটার।

নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পরে সম্ভবত খোঁজ মিলল উপকূলরক্ষীবাহিনীর ডর্নিয়ার বিমানের। সোমবার রাতে ৩ অফিসার-সহ নিখোঁজ হয়ে যায় ওই বিমানটি। শনিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমুদ্রের একটি বিশেষ অঞ্চল থেকে বিমানটির সিগন্যাল মিলেছে। ওই অঞ্চলে তেল ভাসতেও দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র।

Advertisement

গত সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই ডর্নিয়ার বিমানটি চেন্নাই থেকে আকাশে ওড়ে। বিমানে ছিলেন পাইলট ডেপুটি-কম্যান্ড্যান্ট বিদ্যা সাগর, কো-পাইলট ডেপুটি-কম্যান্ড্যান্ট সুভাষ সুরেশ এবং অবজার্ভার ডেপুটি-কম্যান্ড্যান্ট এন কে সোনি। উপকূলরক্ষী বাহিনীতে এই বিমানটিকে ২০১৪-তেই ব্যবহার করা শুরু হয়েছিল।

ওই দিন রাত ৯টা থেকে ৯টা ২৩ পর্যন্ত তিরুচিরাপল্লির কাছে শেষ বারের মতো র‌্যাডারে বিমানটিকে দেখা গিয়েছিল। তার পরে আর কোনও খোঁজ মেলেনি।

Advertisement

এ দিন সকালে প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র সীতাংশু কর টুইটারে জানান, ‘সমুদ্রের একটি অঞ্চলে তেল ভাসতে দেখা গেছে। তেল সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।’ ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে টুইটারে।

ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে নৌবাহিনীর ডুবোজাহাজ আইএনএস সিন্ধুধ্বজ। সন্ধ্যার মধ্যেই ওই এলাকায় পৌঁছে সমুদ্রের নীচে তল্লাশি শুরু করবে ওই ডুবোজাহাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন