LPG Gas

তেলের পর রান্নার গ্যাস,১০ দিনের ব্যবধানে এ বার সিলিন্ডারে বাড়ল ৫০ টাকা

দেড় মাসের মাসের মধ্যে সিলিন্ডারপিছু ১৭৫ টাকা গাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়ল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৩
Share:

প্রতীকী ছবি।

মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বড়সড় চাপ বাড়ল মধ্যবিত্তের হেঁশেলে। এ বার এক ধাক্কায় আরও ৫০ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৯৫টাকা। তবে ভর্তুকি কত দেওয়া হবে, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্র।

Advertisement

গত ৪ ফেব্রুয়ারি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। রবিবার ফের চারটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪.২ কেজি সিলিন্ডারের নয়া দামবৃদ্ধির কথা। সোমবার ১৫ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে নতুন দাম। এই নিয়ে এক মাসে মোট ৭৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে ডিসেম্বের মাসে দু’দফায় ১০০ টাকা বেড়েছিল। ফলে দেড় মাসের মাসের মধ্যে ১৭৫ টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়ল।

রবিবারই কলকাতায় পেট্রোলের দাম লিটারপিছু ৯০ টাকা ছাড়িয়েছে। তার মধ্যেই রান্নার গ্যাসের দামেও এক ধাক্কায় এই বৃদ্ধির ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। অন্য দিকে দাম বাড়ানো হলেও আম জনতাকে কত টাকা ভর্তুকি দেওয়া হবে, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র। এমনিতেই ধাপে ধাপে গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার পথে হাঁটছে কেন্দ্র। তার জেরে এখন নামমাত্র ভর্তুকি পাওয়া যায় গ্যাসে। নতুন দামের পর ভর্তুকির অঙ্ক বাড়বে কি না, তা নিয়ে সংশয়ে সাধারণ মানুষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন