এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দেখা করার জন্য ডেকে নিয়ে এসে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তিন দিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের মান্ডলায়।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা জবলপুরের বাসিন্দা। সমাজমাধ্যমে মাস ছয়েক আগে মান্ডলার এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। তার পর দু’জনের আলাপ জমে ওঠে। ফোন নম্বর বিনিময় হয়। তার পর থেক দু’জনে নিয়মিত কথা বলতেন।
পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ঘুরিয়ে দেখানোর প্রতিশ্রুতি দেন। ওই ছাত্রীও রাজি হয়ে যায়। তার পর তাকে মান্ডলা আসার প্রস্তাব দেন যুবক। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ১০০ কিলোমিটার পাড়ি দিয়ে জবলপুর থেকে মান্ডলা পৌঁছোয় ওই ছাত্রী। যুবকের সঙ্গে দেখা করে সে। তার পর তাকে এক বন্ধুর বাড়িতে নিয়ে যান যুবক। অভিযোগ, সেই বাড়িতে ছাত্রীকে তিন ধরে আটকে রাখেন যুবক এবং তাঁর বন্ধুরা। তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বুধবার সন্ধ্যায় ছাত্রীকে মান্ডলা বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে যান দুই যুবক। শুধু তা-ই নয়, অভিযোগ, ছাত্রীকে শাসানোও হয়। বাড়িতে পৌঁছে ছাত্রীটি তার অভিভাবকদের বিষয়টি জানায়। তার পর তাঁরা পুলিশের কাছে গিয়ে ধর্ষণ এবং অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মান্ডলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জবলপুর পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।