National news

জয়ললিতার ‘ছেলে’কে গ্রেফতারের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

জয়ললিতার সম্পত্তি আর পাওয়া হল না তাঁর। বদলে টানতে হতে পারে জেলের ঘানি! কারণ, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ‘ছেলে’ জে কৃষ্ণমূর্তিকে গ্রেফতারের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৯:৫০
Share:

জে কৃষ্ণমূর্তি

জয়ললিতার সম্পত্তি আর পাওয়া হল না তাঁর। বদলে টানতে হতে পারে জেলের ঘানি!

Advertisement

কারণ, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ‘ছেলে’ জে কৃষ্ণমূর্তিকে গ্রেফতারের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। সোমবার মাদ্রাজ হাইকোর্টের কাছে জমা দেওয়া পুলিশি তদন্তের রিপোর্টের ভিত্তিতেই এই নির্দেশ দেয় আদালত।

সম্প্রতি নিজেকে জয়ললিতার ছেলে হিসাবে দাবি করে সম্পত্তির অংশ চেয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা করেছিলেন জে কৃষ্ণমূর্তি। মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছিলেন, তিনি জয়ললিতা এবং তামিল অভিনেতা শোভন বাবুর সন্তান। ১৯৮৫ সালে তাঁর জন্ম হয়। তার এক বছর পর তাঁকে দত্তক নেন বসন্থামির বাসিন্দা জয়ললিতারই বাড়ির এক পরিচারিকা। সেই সংক্রান্ত নথিও আদালতে জমা দেন তিনি। যাতে জয়ললিতা, অভিনেতা শোভন বাবু এবং সাক্ষী হিসাবে এমজিআর-এর ‘সই’ রয়েছে।

Advertisement

সে দিন তাঁর জমা দেওয়া সমস্ত নথি দেখে বিচারপতির তা ভুয়ো বলেই মনে হয়েছিল। পুলিশকে সমস্ত নথির সত্যতা তদন্ত করে দেখতে বলেছিলেন তিনি। আর তা যদি ভুয়ো প্রমাণ হয় তা হলে কৃষ্ণমূর্তিকে জেলে পাঠনো হতে পারে বলেও জানিয়েছিলেন। সেই মামলারই শুনানি ছিল এ দিন। সমস্ত নথিই ভুয়ো বলে এ দিন পুলিশ হাইকোর্টকে জানায়।

আরও পড়ুন: বাজার থেকে উধাও মাংস, উত্তরপ্রদেশে মাছ বাজারে উপচে পড়া ভিড় দিনভর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement