Coronavirus

বঙ্গ-সহ ৪ রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সতর্কবাণী

মোট অ্যাক্টিভ আক্রান্তের ৫৯ শতাংশই (কেরল ২৮.৬১%, মহারাষ্ট্র ২২.৭৯%, ছত্তীসগঢ় ৩.৯৯%, পশ্চিমবঙ্গ ৩.৮৯%) এই চার রাজ্যে। তারই প্রেক্ষিতে এই চিঠি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ০৩:১৭
Share:

ফাইল চিত্র।

দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা সম্প্রতি কমেছে অনেকটাই। অ্যাক্টিভ রোগী কমে ২ লক্ষ ২৮ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা পেরিয়েছে এক লক্ষ। অবশেষে শুরু হওয়ার মুখে টিকাকরণও। এই পরিস্থিতিতে ফের যাতে মারণ ভাইরাসের বাড়বাড়ন্ত না-হয়, তা নিশ্চিত করতে মহারাষ্ট্র, কেরল, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। দেশে সামগ্রিক ভাবে সংক্রমণ কমলেও, এই রাজ্যগুলিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মোট অ্যাক্টিভ আক্রান্তের ৫৯ শতাংশই (কেরল ২৮.৬১%, মহারাষ্ট্র ২২.৭৯%, ছত্তীসগঢ় ৩.৯৯%, পশ্চিমবঙ্গ ৩.৮৯%) এই চার রাজ্যে। তারই প্রেক্ষিতে এই চিঠি।

Advertisement

রাজ্যগুলিকে কেন্দ্রের পরামর্শ, করোনা নিয়ে কড়া সতর্কতা অবলম্বন করতে হবে। বুধবার ব্রিটেনফেরত আরও ১৫ জনের শরীরে নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৭৩ জনের শরীরে করোনার ওই স্ট্রেন মিলেছে। যা উদ্বেগ বাড়িয়েছে তাদের। এই নয়া স্ট্রেনের প্রভাবে দ্রুত সংক্রমণ ছড়ায়। করোনা পরীক্ষা নিয়েও রাজ্যগুলিকে স্বাস্থ্যসচিবের বার্তা, কোনও রকম শিথিলতা দেখানো চলবে না। চার রাজ্যের বিভিন্ন জেলায় করোনা-আক্রান্তের সংখ্যাবৃদ্ধির কারণ খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসচিব। দেশ জুড়ে যে ভাবে ‘টেস্ট-ট্র্যাক-ট্রিট’ নীতি নেওয়া হয়েছিল, চার রাজ্যেও তা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক-সহ যাবতীয় সাবধানতা-বিধি যাতে কঠোর ভাবে মেনে চলা হয় (এমনকি টিকাকরণ শুরুর পরেও), সেই নিয়েও সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। অতিমারি পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

এ দিকে হরিদ্বারে আসন্ন কুম্ভমেলা নিয়েও উদ্বেগ বেড়েছে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ১২ বছর পরে হরিদ্বারে কুম্ভমেলা শুরু হচ্ছে। করোনার জেরে প্রায় সাড়ে তিন মাসের এই আয়োজন এ বার ৪৮ দিনেই শেষ হবে। এই অনুষ্ঠানে বিপুল জমায়েত হবে বলে মনে করছে প্রশাসন। বুধবার নৈনিতাল হাইকোর্ট জানিয়েছে, উত্তরাখণ্ড সরকারকে কুম্ভমেলার জন্য ১১ জানুয়ারির মধ্যে বিধি-নির্দেশিকা জারি করতে হবে। কোয়রান্টিন সেন্টার ও কোভিড হাসপাতালে ভর্তি গরিব মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবার আবেদন নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত জানিয়েছেন, গঙ্গায় ডুব দেওয়ার আগে প্রত্যেক পুণ্যার্থীর করোনা পরীক্ষা করা হবে।

Advertisement

আরও পড়ুন: ক্যাপিটলে হামলা নিয়ে বিরোধীদের নিশানায় মোদী

আরও পড়ুন: ‘ধেয়ে আসা উন্মত্ত জনতার তোড়ে উড়ে গেল ব্যারিকেড’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement