National News

শাকাহারী হয়েও এ বার বিফ খাব! বলে বিপাকে মেকমাই ট্রিপ কর্তা

গবাদি-বিধি নিয়ে কেন্দ্রের নির্দেশিকাকে ঘিরে উত্তাল গোটা দেশ। রাজনীতি থেকে ব্যবসা, বিতর্ক ছড়িয়েছে সর্বত্র। সেই গরু-কাহনেই এ বার নয়া মোচড় আনলেন অনলাইন পর্যটন সংস্থা মেক-মাই ট্রিপের অন্যতম প্রতিষ্ঠাতা কেয়ূর জোশী। সম্প্রতি তাঁর একটি টুইট এই বিতর্কের কেন্দ্রে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ১৮:৫৮
Share:

সংস্থার অফিস। ছবি:সংগৃহীত।

গবাদি-বিধি নিয়ে কেন্দ্রের নির্দেশিকাকে ঘিরে উত্তাল গোটা দেশ। রাজনীতি থেকে ব্যবসা, বিতর্ক ছড়িয়েছে সর্বত্র। সেই গরু-কাহনেই এ বার নয়া মোচড় আনলেন অনলাইন পর্যটন সংস্থা মেক-মাই ট্রিপের অন্যতম প্রতিষ্ঠাতা কেয়ূর জোশী। সম্প্রতি তাঁর একটি টুইট এই বিতর্কের কেন্দ্রে। আর এই টুইটের কারণেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড তিনি।

Advertisement

কী রয়েছে সেই টুইটে?

কেয়ূর লিখেছেন, ‘‘হিন্দুত্ববাদ যদি মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতায় থাবা বসায়, তাহলে আমার হিন্দু না হওয়াই ভাল। কে কী খাবেন নরেন্দ্র মোদী বা বিজেপি তা ঠিক করে দিতে পারে না।’’ এর সঙ্গেই জুড়ে দেন যে, তিনিও মোদীর এক জন একনিষ্ঠ ভক্ত। তাঁর কথায়, ‘‘আমি নরেন্দ্র মোদীর সমর্থক এবং আজীবন শাকাহারী। কিন্তু মানুষের খাদ্যাভাসের স্বাধীনতাকে সমর্থন জানাতে এ বার থেকে দেশের মাটিতে শুধু গোমাংসই খাব।’’

Advertisement

পড়ুন সেই টুইট

পাল্টা টুইট

কেয়ূরের এই টুইটের পরই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তোপ দাগতে শুরু করেন অনেকেই। এই অনলাইন পর্যটন সংস্থাকে বয়কট করার ডাকও দিয়ে ফেলেন কেউ কেউ। সব কিছু মিলিয়ে নিজের প্রতিষ্ঠানেও বেশ চাপের মুখেই পড়ে যান কেয়ূর। তাঁর বিতর্কিত মন্তব্যকে ঘিরে সংস্থার ভিতরেও শুরু হয়ে যায় চাপানউতোর। পরিস্থিতির প্রবল চাপে শেষ পর্যন্ত নিজের টুইট নিজে ‘গিলে’ ক্ষমা চেয়ে নেন তিনি। কোনও ব্যক্তিকে আঘাত করার জন্য যে এই টুইট করা হয়নি, এক রকম সেটাই স্পষ্ট করার চেষ্টা করেন। তাঁর কথায়, ‘‘এই মন্তব্য একান্তই আমার ব্যক্তিগত মতামত। অনিচ্ছাকৃতভাবে এই সমস্যা তৈরির জন্য আমি দুঃখিত।’’

আরও পড়ুন: গোমাংস ভোজে না, মেঘালয় বিজেপিতে ভাঙন

তবে ক্ষমা চাইলেও বিতর্ক কেয়ূরের পিছু ছাড়েনি। চার দিক থেকে নানা ভাবে চাপ আসতে শুরু করে। বিরূপ প্রচারে সন্ত্রস্ত হয়ে পড়ে তাঁর সংস্থাও। প্রকাশ্যে মুখ খোলেন সংস্থার মুখপাত্র। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মেকমাই ট্রিপ একটি দায়িত্বশীল বাণিজ্যিক সংস্থা। সরকার ও দেশের মাটির প্রতি এই সংস্থার যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে। টুইটারে জোশী যা বলেছেন তা একান্তই তাঁর নিজস্ব মতামত। সংস্থার মতাদর্শ এর সঙ্গে জড়িত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন