Election Results 2017

টুইটারে জয়ীদের অভিনন্দন জানালেন মমতা

পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে গেরুয়া ঝড়। ঐতিহাসিক জয় উত্তরপ্রদেশে। জয় উত্তরাখণ্ডেও। অন্যদিকে, পঞ্জাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১৬:৩৫
Share:

পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে মোটের উপর গেরুয়া ঝড়। ঐতিহাসিক জয় উত্তরপ্রদেশে। জয় উত্তরাখণ্ডেও। অন্যদিকে, পঞ্জাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাহুল গাঁধী এবং অখিলেশ যাদবের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস-সপা জোটের হয়ে প্রচার সেরেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা শোনা গিয়েছিল তাঁর গলায়। কিন্তু ভোটের ফলাফল বের হওয়ার পর কংগ্রেস, সপা এবং বিজেপি’র সঙ্গে সমান দূরত্ব বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান দিলেন যে তিনি এবং তাঁর দল শুধুমাত্র ভোটারদেরই সম্মান করে।

Advertisement

পাঁচ রাজ্যের ফলাফল স্পষ্ট হতেই টুইটারে ভোটারদের উদ্দেশে শুভেচ্ছা জানালেন মমতা। তেমনই দল-নির্বিশেষে সব দলের জয়ী প্রার্থীদেরও অভিনন্দন জানালেন তিনি। তবে কারও নামই উল্লেখ করেননি। বরাবর কেন্দ্রের মোদীর সরকারের বিরোধিতা করে এলেও পাঁচ রাজ্যের ভোট চলার সময়ে কার্যত চুপ ছিলেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন: ৩০০ ছাপানো জয়! ১৯৫১ আর ১৯৭৭ ছাড়া আর এমন হয়নি

Advertisement

কিন্তু ভোটের ফল ঘোষণার পরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ মমতার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। দলের কর্মীদের কাছেও তা অন্য বার্তা দেবে। তাই তিনি টুইটে লিখেছেন— ‘গণতন্ত্রে সবার সবাইকে শ্রদ্ধা জানানো উচিত। কারণ, কেউ জেতে, কেউ হারে। মানুষকে বিশ্বাস করুন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট।

দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যে জয়ীদের অভিনন্দন। নিজেদের পছন্দ বেছে নেওয়ার জন্য ভোটারদেরও অভিনন্দন। যাঁরা পরাজিত, তাঁরা ভেঙে পড়বেন না।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন