National News

কলকাতায় পথে বিজেপি, দিল্লিতে মোদীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল দুপুর ১টায় দুই নেতা-নেত্রী মুখোমুখি হচ্ছেন। রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্যই মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক, জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ২২:৪২
Share:

—ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল দুপুর ১টায় দুই নেতা-নেত্রী মুখোমুখি হচ্ছেন। রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্যই মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক, জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই দিল্লি সফরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গেও ফের বৈঠক হওয়ার কথা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

বুধবারই দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের জন্য আজই সময় চাওয়া হয়। আগামী কাল দুপুর ১টায় সময় দেওয়া হয় বাংলার মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রের কাছে রাজ্যের অনেক আর্থিক দাবিদাওয়া রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ দিন মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই সব দাবি তুলে ধরা হবে এবং গঙ্গার ভাঙন-সহ নানা সমস্যা নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

তৃণমূল সূত্রে অবশ্য জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর আলোচনা শুধু বাংলার দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে গোটা দেশে রাজনৈতিক সর্বসম্মতি তৈরির কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন। বিরোধী দলগুলির মধ্যে ঐকমত্য তৈরির বিষয়ে তিনি ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন। বৈঠক করেছেন সনিয়া গাঁধীর সঙ্গে। মোদীর সঙ্গে যখন বৈঠক হচ্ছেই, তখন আর শুধু বিরোধীদের ঐকমত্যে সীমাবদ্ধ না থেকে নরেন্দ্র মোদীকে সর্বদলীয় ঐকমত্যের প্রস্তাবও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে রাজনৈতিক শিবির মনে করছে।

Advertisement

আরও পড়ুন- সিয়াচেনে পাক যুদ্ধবিমান? সম্পূর্ণ ভিত্তিহীন দাবি: বলল ভারতীয় বায়ুসেনা

এ বারের দিল্লি সফরে ফের কংগ্রেস সভানেত্রীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে তৃণমূলনেত্রীর। শুক্রবার বিভিন্ন বিরোধী দলের বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা। কিন্তু এত কর্মসূচির মধ্যে রাজনৈতিক ভাবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মোদী-মমতার বৈঠকই। বাংলার রাজনীতির ময়দানে যখন বিজেপির সঙ্গেই সবচেয়ে বেশি সঙ্ঘাত তৃণমূলের, তখন দিল্লিতে মোদীর সঙ্গে মমতার বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই বৈঠক একেবারেই প্রশাসনিক বৈঠক। তবু মোদী এবং মমতার মাপের দুই রাজনৈতিক নেতা মুখোমুখি হলে রাজনৈতিক সমীকরণের জল্পনা যে তৈরি হবেই, তা অস্বীকার করছেন না বিশ্লেষকদের একাংশ।

ঘটনাচক্রে আগামী কাল কলকাতায় বড় কর্মসূচি রয়েছে বিজেপির। এ দিন দুপুরে লালবাজার অভিযানে যাচ্ছেন দিলীপ ঘোষরা। একই দিনে দিল্লিতে মোদী বৈঠকে বসছেন মমতার সঙ্গে। বাম-কংগ্রেস বলছে, বিজেপির লালবাজার অভিযান আর মোদী-মমতার বৈঠক একই দিনে হওয়া কোনও সমাপতন নয়। আসলে তৃণমূল আর বিজেপি পরস্পরের সঙ্গে ‘লোক দেখানো’ লড়াই করছে, কটাক্ষ বাংলার দুই বিরোধী শক্তির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন