যুবককে খুনে গ্রেফতার এক তরুণীর পরিবারের কয়েক জন সদস্য। প্রতীকী ছবি।
রাস্তায় বার হলেই তরুণীকে উত্ত্যক্ত করতেন এক যুবক। বাগে পেয়ে তাঁকে প্রথমে মারধর করা হয়, তার পর কুপিয়ে খুনের অভিযোগ উঠল তরুণীর পরিবারের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেড় জেলায়। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই তরুণীকে ওই যুবক উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ। তাঁকে নিষেধও করা হয় তরুণীর পরিবারের তরফে। কিন্তু তার পরেও একই কাজ করে গিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার তরুণীর এলাকায় গিয়েছিলেন অভিযুক্ত। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন তরুণীর পরিবারের সদস্যেরা। অভিযোগ, তার পরই শুরু হয় মারধর।
অবিযুক্তকে রাস্তায় ফেলে প্রথমে মারধর করা হয়। তার পর আচমকাই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে যুবকের মা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে মৃত্যু হয় তাঁর।