Murder

স্ত্রী এবং তাঁর প্রেমিককে খুনের পর মাথা কেটে নিলেন যুবক, বাইকে দু’জনের মুন্ডু ঝুলিয়ে হাজির হলেন থানায়!

স্ত্রী এবং তাঁর প্রেমিকের কাটা মুন্ডু দু’টি নিয়ে সটান থানায় ঢুকে যুবক জানান, তিনি আত্মসমর্পণ করতে চান। স্ত্রী এবং তাঁর প্রেমিককে খুনের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬
Share:

প্রতীকী ছবি।

স্ত্রী এবং তাঁর প্রেমিকাকে খুনের পর তাঁদের মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু মাথা কেটে নিলেনই না, বাইকে সেই কাটা মুন্ডু ঝুলিয়ে নিয়ে হাজির হলেন থানায়। এক যুবককে বাইকে করে কাটা মুন্ডু ঝুলিয়ে নিয়ে যেতে দেখে শিউরে ওঠে তামিলনাড়ুর কল্লাকুরিচি। এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে যান থানার ভারপ্রাপ্ত আধিকারিকও।

Advertisement

স্ত্রী এবং তাঁর প্রেমিকের কাটা মুন্ডু দু’টি নিয়ে সটান থানায় ঢুকে যুবক জানান, তিনি আত্মসমর্পণ করতে চান। স্ত্রী এবং তাঁর প্রেমিককে খুনের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বুধবারের। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কোলানজি। তাঁর সন্দেহ ছিল স্ত্রী লক্ষ্মীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাই তাঁকে হাতেনাতে ধরার পরিকল্পনা করেন। বুধবার কোলানজি কাজের ছুতোয় বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু কিছু সময় পরেই আবার বাড়িতে ফিরে আসেন।

পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেছেন, বাড়িতে ফিরে দেখেন তাঁর স্ত্রী এবং থাঙ্গারাসু নামে এক যুবকের সঙ্গে বারান্দায় বসে গল্প করছেন। এই দৃশ্য দেখে নিজের মাথা ঠিক রাখতে পারেননি। একটি কাস্তে নিয়ে দু’জনকে কুপিয়ে খুন করেন। তার পর তাঁদের মাথা কেটে বাইকে ঝুলিয়ে ভেলোর সেন্ট্রাল জেলে হাজির হন। পুলিশ জানিয়েছে কোলানজির স্ত্রী লক্ষ্মী এবং তাঁর প্রেমিক থাঙ্গারাসুর দেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement