Death News

দোলের আগে রং দিতে বাধা! যুবককে লাইব্রেরিতে গলা টিপে খুন করলেন তিন জন

পুলিশ জানিয়েছে, ওই তিন জনকে রং দিতে বারণ করেছিলেন মৃত হংসরাজ। সে কারণে লাইব্রেরিতে গলা টিপে খুন করা হয়েছে তাঁকে। রাজস্থানের দৌসার ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:৩৬
Share:

—প্রতীকী ছবি।

২৫ বছরের যুবককে গলা টিপে খুনের অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই তিন জনকে রং দিতে বারণ করেছিলেন মৃত হংসরাজ। সে কারণে লাইব্রেরিতে গলা টিপে খুন করা হয়েছে তাঁকে। রাজস্থানের দৌসার ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হংসরাজ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার দৌসার একটি লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন তিনি। সে সময় সেখানে প্রবেশ করেন অশোক, বাবলু, কালুরাম। তাঁরা হংসরাজকে রং দেওয়ার চেষ্টা করেন। যুবক বাধা দেন। অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ আগরওয়াল জানান, এর পরে যুবককে লাথি, ঘুষি মারেন ওই তিন জন। অভিযুক্ত এক জন গলা টিপে খুন করেন হংসরাজকে।

মৃতের পরিবার এবং স্থানীয়েরা দেহ নিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করেন। মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি তোলেন তাঁরা। পাশাপাশি, অভিযুক্তদের গ্রেফতারির দাবিও তোলেন তাঁরা। শেষ পর্যন্ত দুপুরের দিকে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement