UP Crime News

১১ বছরের কন্যাকে ধর্ষণ! মা বাপের বাড়ি যেতেই ফাঁকা ঘরে বাবার লালসার শিকার কিশোরী

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রাতে কিশোরীর মা বাপের বাড়িতে গিয়েছিলেন। ফাঁকা ঘরে কিশোরীকে একা পেয়ে যৌন হেনস্থা করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১০:২৯
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

১১ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ফাঁকা ঘরে কিশোরীকে একা পেয়ে ওই ব্যক্তি তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। সেই সময়ে কিশোরীর মা বাড়িতে ছিলেন না। তিনি বাপের বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানতে পেরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কিশোরীর মা কোনও প্রয়োজনে বাপের বাড়ি গিয়েছিলেন। মেয়েকে বাড়িতেই রেখে গিয়েছিলেন তিনি। বাড়িতে ছিলেন কিশোরীর বাবা। কন্যাকে একা পেয়ে তিনি তার উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। কিশোরী তার মাকে জানিয়েছে, বাবা তাকে ধর্ষণ করেছেন। সে কথা কাউকে বলে দিলে তাকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।

পরের দিন বাড়ি ফেরেন অভিযুক্তের স্ত্রী। বাবা তার সঙ্গে কী করেছেন, মাকে সব খুলে বলে ওই কিশোরী। তার পরেই মেয়েকে নিয়ে সোজা থানায় যান মহিলা। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মহারাজগঞ্জ থানার এসএইচও সত্যেন্দ্র কুমার রাই জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কেন নিজের কন্যার সঙ্গে এই ঘৃণ্য আচরণ করলেন অভিযুক্ত, ঘটনার রাতে তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না, পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement