বেঙ্গালুরুর রাস্তায় তরুণীকে পাঁজাকোলা করে অপহরণ! দেখুন সেই ভিডিও

রাত তখন ১০টা। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে মগ্ন বছর বাইশের এক তরুণী। রাত হলেও রাস্তায় লোকজনের অভাব নেই। আচমকাই পিছন থেকে এসে তাঁকে পাঁজাকোলা করে তুলে নিল টুপি আর স্কার্ফে মুখঢাকা এক ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ১৬:৪৯
Share:

রাত তখন ১০টা। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে মগ্ন বছর বাইশের এক তরুণী। রাত হলেও রাস্তায় লোকজনের অভাব নেই। আচমকাই পিছন থেকে এসে তাঁকে পাঁজাকোলা করে তুলে নিল টুপি আর স্কার্ফে মুখঢাকা এক ব্যক্তি। তার পর তাঁকে টানতে টানতে নিয়ে গেল একটি নির্জন জায়গায়। তরুণীর আর্ত চিৎকারেও সাহায্যের জন্য ছুটে আসেননি আশপাশের কোনও পথচারী। ঘটনা ২৩ এপ্রিলের। দক্ষিণ বেঙ্গালুরুর এই অপহরণ কাণ্ডের গোটাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর এত দিন পরে সোমবার সেই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এক শীর্ষ কর্তা বলেছেন, “ওই তরুণীকে অপহরণের অভিযোগে অক্ষয় নামের এক জনকে ধরা হয়েছে।”

Advertisement

সে রাতের কথা এখনও ভুলতে পারেননি ওই তরুণী। তিনি বলেন, “ওই লোকটা আমাকে টানতে টানতে একটি সুনসান জায়গায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে নিয়ে যায়। আমাকে ধর্ষণের চেষ্টা করে সে। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি। কিন্তু, সে আমার মুখ চেপে ধরে। নিজেকে বাঁচাতে আমি তাঁকে সজোরে কামড়ে দিই। তখনই আমাকে ভারী কিছু দিয়ে আঘাত করে সে। মারের চোটে জ্ঞান হারিয়ে যায় আমার।” তরুণীর দাবি, জ্ঞান ফিরলে তিনি দেখেন ওখান থেকে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতী। তিনি আরও দাবি করেছেন, আমাকে ধর্ষণ করার উদ্দেশ্যেই ওখানে নিয়ে গিয়েছিল ওই দুষ্কৃতী। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সঙ্গে দামি মোবাইল বা ব্যাগে টাকা থাকা সত্ত্বেও সেগুলো ছুঁয়ে দেখেনি ওই দুষ্কৃতী। গত কাল ওই দুষ্কৃতীর ধরা পড়ার খবর শুনে তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন তরুণী।

দেখুন অপহরণের সেই ভিডিও

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement