Man Kidnaps Himself

বাবার থেকে টাকা আদায় করতে নিজেই নিজেকে ‘অপহরণ’! উত্তরপ্রদেশে গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রদীপ চৌহান। বাবার কাছ থেকে টাকা আদায় করতে সম্প্রতি নিজের অপহরণের ছক কষেছিলেন ২৮ বছর বয়সি ওই যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:২৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাবার কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিলেন যুবক। সে জন্য নিজেই নিজের অপহরণের নিখুঁত ছকও কষে ফেলেছিলেন। কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দেওয়া গেল না। ধরা পড়ে গেলেন যুবক। চলতি মাসের শুরুতে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই যুবককে জামিনে মুক্ত করার খরচও বহন করতে হয়েছে তাঁর বাবাকেই!

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রদীপ চৌহান। বাবার কাছ থেকে টাকা আদায় করতে সম্প্রতি নিজের অপহরণের ছক কষেছিলেন ২৮ বছর বয়সি ওই যুবক। সেই মতো, গত ৭ মার্চ প্রদীপ তাঁর বাবাকে মেসেজ করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। তার পরেই নিজের ফোনটি বন্ধ করে দেন তিনি। খবর পেয়েই স্থানীয় থানায় ছেলের অপহরণের অভিযোগ দায়ের করতে ছোটেন প্রদীপের বাবা রামশঙ্কর চৌহান। তদন্তে নেমে মোবাইল টাওয়ারের সূত্র ধরে পুণেতে প্রদীপের খোঁজ পায় পুলিশ।

চৌরি থানার এক পুলিশকর্তা জানান, মোবাইল টাওয়ারের সূত্র বলছিল, ওই যুবক মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় রয়েছেন, যা হিঞ্জেওয়াড়ি থানার অন্তর্গত। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, নিরাপদেই রয়েছেন প্রদীপ! এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, জেরায় ওই যুবক স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজের বাবার কাছ থেকে টাকা আদায় করতেই অপহরণের গল্প ফেঁদেছিলেন। তার পর এক দিন কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement