বাইক পার্কিং করছিলেন। তার পর...
গাড়ি ঠিক জায়গায় পার্কিং করছেন তো? যদি তাড়াহুড়োতে পার্কিং করেন, তা হলে অবশ্যই জায়গাটা এক বার ভাল করে দেখে নিন!
কর্নাটকের পুলিশের এক শীর্ষ আধিকারিক ডি রূপা সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করে এই সতর্কবার্তা দিতে চেয়েছেন। মাত্র ৩০ সেকেন্ডের একটা সিসিটিভি ফুটেজ। আর সেই ফুটেজেই ধরা পড়েছে পার্কিংয়ের একটি ঘটনা।
আরও পড়ুন: মাথায় পর পর হাতুড়ির ঘা খেয়েও ডাকাতি রুখলেন রক্ষী, দেখুন ভিডিও
রেলের মঞ্চে বাম-বিজেপি টানাপড়েন
(__)
(__)
সেই ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বাইক নিয়ে এসে একটি দোকানের সামনে দাঁড়ায়। পার্কিং করতেই বাইক-সহ উল্টে পাশেরই একটি নীচু জায়গায় গিয়ে পড়েন। বিকট আওয়াজে দোকানের লোকজন ছুটে বেরিয়ে আসেন। দেখেন এক ব্যক্তি তাঁর বাইক সমেত দোকানের পাশের নীচু জায়গায় পড়ে রয়েছেন। আশপাশ থেকেও লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে জানা যায়, ওই ব্যক্তি পার্কিং এমন জায়গায় করার চেষ্টা করছিলেন যে একটু এ দিক ও দিক হলেই পড়ে যাবেন! হয়েছেও তাই। টাল সামলাতে না পেরে পড়ে যান তিনি। পার্কিংয়ের ওই ফুটেজটি শেয়ার করে ডি রূপা এটাই বোঝাতে চেয়েছেন, পার্কিং করার সময় জায়গাটা ভাল করে দেখে নেওয়া উচিত।