National News

দিল্লির মন্দিরে কুপিয়ে খুন যুবককে

পুজো দেওয়ার সময় মন্দিরের ভিতরে এক যুবককে তাঁর স্ত্রীর সামনে কুপিয়ে খুন করে চার যুবক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্লির অম্বেডকর নগরের ঘটনা। মৃত ওই যুবকের নাম পেরমল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ২১:০৬
Share:

প্রতীকী ছবি।

পুজো দেওয়ার সময় মন্দিরের ভিতরে এক যুবককে তাঁর স্ত্রীর সামনে কুপিয়ে খুন করে চার যুবক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্লির অম্বেডকর নগরের ঘটনা। মৃত ওই যুবকের নাম পেরমল।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাছেই একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পেরমল। তাঁর সঙ্গে এক বন্ধুও ছিল। পুজো দেওয়ার সময় ওই চার যুবক মন্দিরে ঢোকে। পেরমলের বন্ধুকে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ করে। ওই বন্ধুর সঙ্গে চার যুবকের বচসা বাধলে পেরমল গিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করে। অভিযোগ, তখনই চার যুবক পেরমলের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে একজন মন্দিরের প্রতিমার হাতে থাকা অস্ত্র তুলে নিয়ে এসে পেরমলের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। অন্য তিন জন ধারাল অস্ত্র দিয়ে পেরমলকে কোপায়। পেরমলের স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পেরমলের। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ওই চার যুবক সেখান থেকে চম্পট দেয়।

আরও খবর: দু’বছর পরে ‘রাজকন্যা’র জন্য নতুন জামা কিনে কাঁদলেন ভিখিরি বাবা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement