Acid Attack

ভরা আদালতে স্ত্রীর মুখে অ্যাসিড, জলের বোতলে পুরে নিয়ে গিয়েছিলেন, ধৃত স্বামী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম চিত্রা। স্বামী শিবকুমারের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শুরু হচ্ছিল আদালতকক্ষে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১০:৩২
Share:

পুলিশ জানিয়েছে, জলের বোতলে ভরে অ্যাসিড নিয়ে এসেছিলেন আদালতে। ছবি: প্রতীকী

আদালত চত্বরেই স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন ওই মহিলা। সূত্রের খবর, সেই রাগেই অ্যাসিড হামলা। আদালতেই অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম চিত্রা। স্বামী শিবকুমারের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শুরু হচ্ছিল আদালতকক্ষে। সেখানে বসেছিলেন চিত্রা। অভিযোগ, তখনই তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারেন শিবকুমার।

আদালতে থাকা আইনজীবীরা ধরে ফেলেন শিবকুমারকে। উপস্থিত লোকজন তাঁকে মারধর করতে উদ্যত হন। তখনই পুলিশ এসে আটক করে তাঁকে। পরে মামলা দায়ের হয়। কোয়েম্বত্তূরের ডেপুটি কমিশনার সন্ধীশ বলেন, ‘‘আমরা অভিযুক্তকে ধরেছি। ওই ব্যক্তি স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মেরেছিলেন। জলের বোতলে ভরে অ্যাসিড নিয়ে এসেছিলেন আদালতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement