Attack on Judge

মহিলা বিচারকের দিকে জুতো ছুড়লেন আসামি! যাবজ্জীবন কারাদণ্ড শুনে ক্ষোভ, অশান্তি আদালতে

হায়দরাবাদের আদালতে এক আসামি মহিলা বিচারকের দিকে জুতো ছুড়েছেন। কিছু দিন আগে একটি মামলায় ওই আসামিকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছিলেন ওই বিচারক। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩
Share:

হায়দরাবাদের আদালতে মহিলা বিচারককে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আদালতের মধ্যেই মহিলা বিচারককে লক্ষ্য করে জুতো ছুড়লেন আসামি। একটুর জন্য সেই জুতো বিচারকের গায়ে লাগেনি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁকে ইতিমধ্যে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন ওই বিচারক। অনেকের মতে, সেই রাগেরই বহিঃপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার। বিচারকের দিকে জুতো ছুড়লে আসামিকে ধরে ফেলেন আদালতে উপস্থিত পুলিশকর্মী এবং আইনজীবীরা। ঘটনার নিন্দা করেছে বার অ্যাসোসিয়েশনও।

Advertisement

হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলা আদালতের ঘটনা। পুলিশ জানিয়েছে, আসামি জুতো ছুড়লেও বিচারকের গায়ে তা লাগেনি। একটি খুনের চেষ্টার মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই মহিলা বিচারকের এজলাসেই অপর একটি মামলায় হাজির করানো হয় আসামিকে। এ বার তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। অভিযোগ, এজলাসে পৌঁছে মহিলা বিচারককে দেখে মাথা গরম করে ফেলেন আসামি। তিনি নিজের পা থেকে চপ্পল খুলে ছুড়ে মারেন বিচারকের দিকে।

আসামির আচরণ দেখে তৎপর হয়ে ওঠেন আদালত চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। আইনজীবীরাও ওই আসামিকে ধরে ফেলেন। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement

রঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা করেছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়াই কোন্ডাল রেড্ডি বলেন, ‘‘বিচারকের উপর এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করছি। ঘটনার প্রতিবাদে শুক্রবার আমরা আদালতের কাজকর্ম বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আসামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement