ট্রাক ও গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেলেন তিন জন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম (এআই প্রণীত)।
কিডনির অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মা। মারা যান। তাঁর দেহ নিয়ে বাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন পুত্র এবং কন্যা। মারা গিয়েছেন এক আত্মীয়ও।
শুক্রবার হরিয়ানার রোহতকে ১৫২ডি উড়ালপুলে একটি গাড়ি এবং ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় চারচাকার গাড়িটি। ঘটনাস্থলে মারা যান তিন জন। পুলিশ জানতে পারে মৃতদের নাম কিরাট কৌর, কৃষ্ণা কৌর এবং সচিন কৌর। কিরাট এবং কৃষ্ণার মা যোগীন্দরের মৃত্যু হয় বৃহস্পতিবার। বছর চারেক ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। কিডনি প্রতিস্থাপনের জন্য কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার হাসপাতাল থেকে রোহতকের বাড়িতে মায়ের দেহ নিয়ে যাচ্ছিলেন দুই সন্তান। সঙ্গে ছিলেন এক আত্মীয়। ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁদের গাড়িটি ধাক্কা মারে একটি লরিতে। অভিঘাত এতটাই ছিল যে গাড়ির সামনের অংশ ভেঙেচুরে চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির ভিতর থেকে যাত্রীদের বার করতে গিয়ে বেগ পেতে হয় উদ্ধারকারীদের।
শেষমেশ তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে ভোরের দিকে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তাতেই এই দুর্ঘটনা।