শিশুদের যৌন হেনস্থা নিয়ে মেনকার চিঠি

ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৬৮ ধারা অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় তিন বছর পর্যন্ত জেল হতে পারে অভিযুক্তের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০২:৫৬
Share:

শিশুদের যৌন হেনস্থার ক্ষেত্রে অভিযোগ জানানোর সময়সীমা তুলে নেওয়ার আর্জি জানিয়ে আইন মন্ত্রককে চিঠি লিখলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গাঁধী।

Advertisement

ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৬৮ ধারা অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় তিন বছর পর্যন্ত জেল হতে পারে অভিযুক্তের। তবে যদি তা ঘটনার তিন বছরের মধ্যে জানানো হয়, তবেই তা গ্রাহ্য হবে। ৪৭৩ ধারা অনুসারে, যদি দীর্ঘদিন পরে অভিযোগ দায়ের হয়, সে ক্ষেত্রে অভিযোগকারীকে দেরির উপযুক্ত কারণ দেখাতে হবে। তা হলেই বিচারপ্রক্রিয়া শুরু হবে। এই আইনেই বদল আনতে চান মেনকা। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে লেখা চিঠিতে মেনকার আর্জি, নিগ্রহের অভিযোগ যখনই জমা পড়ুক না কেন, আইন যেন তখনই বিষয়টিকে সমান গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে। তাঁর কথায়, ‘‘কাউকে শ্লীলতাহানি বা যৌন হেনস্থা করা হলে সেই রাগ কোনও দিন যায় না।’’

মেনকা বলেন, ‘‘হেনস্থার দশ থেকে পনেরো বছর পরেও যাতে অভিযোগ দায়ের করা যায়, তার ব্যবস্থা করতে হবে। অভিযোগ যখনই জানানো হোক না কেন, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন