মন্ত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

মণিপুরের কৃষি ও মৎস্য দফতরের মন্ত্রী আবদুল নাসিরের বিরুদ্ধে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ক্লাব ২৫ প্রতিষ্ঠাতা এবং মণিপুরের বিশ্ব যুব সমাবেশের উদ্যোক্তা কে করণজিৎ এমন জানান। করণজিতের অভিযোগ, ওই সমাবেশে নেপালের এক অংশগ্রহণকারিণী তাঁর কাছে এসে অভিযোগ করেন, মন্ত্রী নাসির তাঁকে অশ্লীল ইঙ্গিত করেছেন। নেপালের ৯ অংশগ্রহণকারী অনুষ্ঠান বয়কটের হুমকি দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০৩:০৬
Share:

মণিপুরের কৃষি ও মৎস্য দফতরের মন্ত্রী আবদুল নাসিরের বিরুদ্ধে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ক্লাব ২৫ প্রতিষ্ঠাতা এবং মণিপুরের বিশ্ব যুব সমাবেশের উদ্যোক্তা কে করণজিৎ এমন জানান।

Advertisement

করণজিতের অভিযোগ, ওই সমাবেশে নেপালের এক অংশগ্রহণকারিণী তাঁর কাছে এসে অভিযোগ করেন, মন্ত্রী নাসির তাঁকে অশ্লীল ইঙ্গিত করেছেন। নেপালের ৯ অংশগ্রহণকারী অনুষ্ঠান বয়কটের হুমকি দেন। উত্তরপ্রদেশের এক মহিলা মানবাধিকার কর্মীকেও নাসির অশ্লীল এসএমএস পাঠিয়ে উত্যক্ত করছিলেন বলে করণজিতের অভিযোগ। তিনি বলেন, ‘‘মন্ত্রী এ সব কথা ফাঁস না করার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন। আত্মহত্যা করারও হুমকি দেন।’’ ওই মহিলারাও ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছিলেন। তাই তিনি চুপ করেছিলেন। তবে, বিষয়টি তিনি উপমুখ্যমন্ত্রী গাইখংবামকে জানিয়েছিলেন। যদিও মন্ত্রী বলেন, ‘‘অশ্লীল ইঙ্গিতের অভিযোগ মিথ্যা। অংশগ্রহণকারীদের সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছিল মাত্র। করণজিতের নামে মানহানির মামলা করব।’’ করণজিতের পাঠানো একটি এসএমএসও তিনি সাংবাদিকদের দেখান। সেখানে করণজিৎ তাঁর প্রশংসা করে, হোটেলের বিল মেটানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। মন্ত্রীর দাবি, করণজিৎ ৫ লক্ষ টাকা চাইলেও তিনি ২ লক্ষ টাকার বেশি দিতে পারেননি। বাকি টাকা না পেয়ে এ সব অভিযোগ তুলছেন করণজিৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন