ফেসবুকে প্রশংসা

কয়েক মাস আগেই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার আগে অবশ্য গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তাঁর সরল জীবনযাপন এবং ভদ্র আচরণ জিতে নিয়েছে অনেকের মন। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে এ বার ফেসবুকেও অজস্র প্রশংসা কুড়িয়ে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। ফেসবুকে পর্রীকরের কয়েকটি ছবি-সহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

Advertisement
শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:৪৭
Share:

কয়েক মাস আগেই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার আগে অবশ্য গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তাঁর সরল জীবনযাপন এবং ভদ্র আচরণ জিতে নিয়েছে অনেকের মন। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে এ বার ফেসবুকেও অজস্র প্রশংসা কুড়িয়ে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। ফেসবুকে পর্রীকরের কয়েকটি ছবি-সহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, পুণেতে একটি বিয়ের অনুষ্ঠানে অন্য নিমন্ত্রিতদের সঙ্গে একাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পর্রীকর। তাঁর নিরাপত্তারক্ষীরা অবশ্য বিয়েবাড়ির বাইরে ছিলেন। লাইনে দাঁড়ানো অতিথিদের সঙ্গে রীতিমতো আলাপচারিতাও সেরেছেন তিনি। দেশের প্রতিরক্ষা মন্ত্রী হওয়া সত্ত্বেও পর্রীকরের এমন আচরণে অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ছবি-সহ ওই পোস্টটিতে অসংখ্য লাইক পড়েছে। পাশাপাশি, কয়েক হাজার বার শেয়ারও করা হয়েছে ওই পোস্টটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement