CPI Maoist

সন্দেহ পুলিশের চর, ছত্তীসগঢ়ের বিজাপুরে তিন গ্রামবাসীকে ফাঁসি দিয়ে খুন করল মাওবাদী বাহিনী

পুলিশ জানিয়েছে, নিহত তিন ব্যক্তি নয়াপাড়া এলাকার পেদ্দাকোর্মা এলাকার বাসিন্দা। তাঁদের তুলে নিয়ে গিয়ে গণ আদালতে ‘বিচার’ করা হয়। সন্দেহ, তাঁরা পুলিশের চর হিসাবে কাজ করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২১:৩৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তীসগঢ়ের বস্তারে প্রত্যাঘাত করল মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে মঙ্গলবার বিজাপুর জেলায় তিন গ্রামবাসীর গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহত তিন ব্যক্তি নয়াপাড়া এলাকার পেদ্দাকোর্মা এলাকার বাসিন্দা। তাঁদের গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে গণ আদালতে ‘বিচার’ করা হয়। মাওবাদী গেরিলা বাহিনীর সন্দেহ, তাঁরা পুলিশের চর হিসাবে কাজ করতেন। মাওবাদীদের সমস্ত গতিবিধির খবর পুলিশকে দিতেন। সেই ‘অপরাধে’ মৃত্যুদণ্ডের সাজাও তখনই কার্যকর করে মাওবাদী জঙ্গি বাহিনী।

নিরাপত্তাবাহিনীর ধারাবাহিক অভিযানের জেরে গত কয়েক বছরে নিহত হয়েছেন এবং আত্মসমর্পণ করেছেন মাওবাদী সংগঠনের বহু প্রথম সারির নেতা। সিপিআই(মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ ওরফে গগন্না, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি রয়েছেন সেই তালিকায়। একদা ‘মাওবাদী মুক্তাঞ্চল’ হিসেবে পরিচিত বস্তার ডিভিশনের অবুঝমাঢ়ের জঙ্গলেও কেন্দ্রীয় আধাসেনা এবং ছত্তীসগঢ় পুলিশের ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড ও বস্তার ফাইটার্স বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে পিএলজিএ। এই পরিস্থিতিতে তারা মরিয়া প্রত্যাঘাতের পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement