Aadhar card

Masked Aadhaar: ‘ভুল ব্যাখ্যার সম্ভাবনা’, প্রতিলিপির বদলে মাস্কড আধার সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার

মাস্কড আধার কী এবং সরকারি ওয়েবসাইট থেকে কী ভাবে তা ডাউনলোড করা যাবে, তা-ও জানানো হয়েছিল। কিন্তু নতুন নির্দেশিকার পর তার আর প্রয়োজন রইল না।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৫:৪৫
Share:

ফাইল ছবি।

আধারের ফটোকপি না দিয়ে ‘মাস্কড আধার’ দেওয়ার নির্দেশিকা প্রত্যাহার হয়ে গেল। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতে ভুল ব্যাখ্যার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এই নির্দেশিকা প্রত্যাহার করা হল।’ তার বদলে মানুষকে আধার দেওয়ার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ কেন্দ্রের।

Advertisement

গত ২৭ মে কেন্দ্র একটি নির্দেশিকা জারি করে জানায়, অপব্যবহার রুখতে কোনও প্রতিষ্ঠানকে আপনার আধারের প্রতিলিপি দেবেন না। তাতে প্রতারণা ও জালিয়াতির সম্ভাবনা থাকে। তার বদলে মাস্কড আধার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মাস্কড আধার কী এবং সরকারি ওয়েবসাইট থেকে কী ভাবে তা ডাউনলোড করতে হবে, তা-ও জানানো হয়েছিল। কিন্তু এর ফলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। তাই ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল আধারের দায়িত্বপ্রাপ্ত ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)’। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও প্রতিষ্ঠান আপনার আধারের প্রতিলিপি চাইলে তা দেওয়ার আগে আরও সতর্ক থাকুন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন