National News

ফের মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত এক

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গোরেগাঁওকর লেনের সেন্ট্রাল প্লাজা সিনেমা হলের কাছে চারনি রোডের কোঠারি হাউসে প্রথমে তিন তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসী। তাঁরা দমকলে খবর পাঠান। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চার তলা সহ আশপাশের ঘরগুলিতেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ২১:১২
Share:

জানালা দিয়ে বেরিয়ে আসছে আগুনের শিখা। ছবি সৌজন্যে টুইটার

দীপিকা পাড়ুকোনের আবাসনে আগুন লাগার পর দু’সপ্তাহও কাটল না। ফের মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ভয়াবহ আগুন লাগল গিরগাঁও এলাকার একটি বহুতল ভবনে। এই অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গোরেগাঁওকর লেনের সেন্ট্রাল প্লাজা সিনেমা হলের কাছে চারনি রোডের কোঠারি হাউসে প্রথমে তিন তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসী। তাঁরা দমকলে খবর পাঠান। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চার তলা সহ আশপাশের ঘরগুলিতেও।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। দমকল জানিয়েছে, ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সম্পর্কের টানাপড়েন! দিল্লিতে মেজরপত্নী খুন, গ্রেফতার আর এক সেনাকর্তা

গত ১৩ জুন মুম্বইয়ের ওরলি এলাকায় বিউমন্ডি আবাসনে আগুন লাগে। ওই আবাসনেই থাকেন দীপিকা পাড়ুকোন। ৩৩ তলায় আগুন লাগে। দীপিকা পাড়ুকোন থাকেন ২৬ তলায়। ফলে বলিউড অভিনেত্রী বা তাঁর ফ্ল্যাটের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তার পর ফের অগ্নিকাণ্ডে বাণিজ্যনগরীতে বাড়ছে আগুনের আতঙ্ক।

আরও পড়ুন: কিডনি কেটে আইস ব্যাগে! বেসরকারি হাসপাতালের কুকীর্তি ধরল রোগীর পরিবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement