Sunjuwan

কাশ্মীরে খতম সুঞ্জুয়ান হামলার মূল চক্রী

সন্ত্রাস বিরোধী অভিযানে বড় সাফল্য ভারতীয় বাহিনীর। জম্মুর সুঞ্জুয়ান সেনাঘাঁটিতে জঙ্গি হামলার মূল চক্রী সোমবার নিহত হল বাহিনীর গুলিতে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ২০:৫৯
Share:

সুঞ্জুয়ান ঘাঁটিতে জঙ্গি হানার এক মাসও কাটতে দিল না বাহিনী। খতম করল মূল চক্রীকে। ছবি: রয়টার্স থেকে নেওয়া ফাইল চিত্র।

সন্ত্রাস বিরোধী অভিযানে বড় সাফল্য ভারতীয় বাহিনীর। জম্মুর সুঞ্জুয়ান সেনাঘাঁটিতে জঙ্গি হামলার মূল চক্রী সোমবার নিহত হল বাহিনীর গুলিতে।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রেই বাহিনীর এই সাফল্যের কথা জানানো হয়েছে। দক্ষিণ কাশ্মীরের হাতিওয়ারা লেতাপোরা এলাকায় সোমবার যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। বাহিনীর গুলিতে জইশ-ই-মহম্মদ জঙ্গি মুফতি ওয়াকাসের মৃত্যু হয়েছে।

ফেব্রুয়ারির ১০ তারিখে জম্মুর সুঞ্জুয়ানে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল। জইশ-ই-মহম্মদ সেই হামলার পিছনে ছিল। জঙ্গি হামলায় ৫ সেনাকর্মী-সহ ৬ জনের মৃত্যু হয়। ৩ জঙ্গিকে খতম করে বাহিনী। সেই থেকেই হামলার মূল চক্রী মুফতি ওয়াকাসের খোঁজ চলছিল। সোমবার ওয়াকাসের মৃত্যু ঘটল এনকাউন্টারে।

Advertisement

আরও পড়ুন: তিনি সেনা অফিসার, অপরাধী নন, মেহবুবা সরকারকে সুপ্রিম ধমক

আরও পড়ুন: কাশ্মীরে হত ৪ নাগরিক, ৩ জনই জঙ্গি মদতদাতা, বলল সেনা

শ্রীনগরে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, মুফতি ওয়াকাসের মৃত্যু জইশ-ই-মহম্মদের জন্য খুব বড় ক্ষতি। ওয়াকাসকে যে এলাকায় খতম করেছে বাহিনী, গত ১৭ ডিসেম্বর ওই এলাকাতেই জইশের অপারেশনাল কম্যান্ডার নুর মহম্মদ তান্ত্রেকে খতম করা হয়েছিল। কয়েক মাসের মধ্যেই ওয়াকাসের মৃত্যু দক্ষিণ কাশ্মীরে জইশ-কে বড় ধাক্কার মুখে ফেলল বলে কর্নেল কালিয়া দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন