Maurya Retreats

ফের পিছু হঠলেন মৌর্য, স্বরাষ্ট্র দফতর হাতে নিয়ে আরও শক্তিশালী যোগী

অবশেষে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করলেন যোগী আদিত্যনাথ। দিন চারেকের টানাপড়েন কাটিয়ে স্বরাষ্ট্র এবং রাজস্বের মতো দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতেই রাখতে সক্ষম হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ২২:৪৩
Share:

বুধবার ক্যাবিনেট বৈঠকে ঢুকছেন যোগী আদিত্যনাথ। ছবি: পিটিআই।

অবশেষে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করলেন যোগী আদিত্যনাথ। দিন চারেকের টানাপড়েন কাটিয়ে স্বরাষ্ট্র এবং রাজস্বের মতো দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতেই রাখতে সক্ষম হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র দফতর নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে জোর টানাটানি চলছিল তাঁর উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের। বিজেপি সূত্রে তেমনই খবর। কিন্তু দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত জিতলেন আদিত্যনাথই।

Advertisement

কেশবপ্রসাদ মৌর্যকে রাজ্য বিজেপির সভাপতি পদে বসিয়েই নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি। তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়নি ঠিকই। কিন্তু অনেকেই ভেবেছিলেন, নির্বাচনে বিজেপি জয়ী হলে মৌর্যর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত মৌর্যর সে আসা পূরণ হয়নি। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদ আদায় করে নিতে তিনি সক্ষম হন। এর পর মৌর্য স্বরাষ্ট্র দফতরও নিজের হাতে নিতে তৎপর হন। কিন্তু যোগী আদিত্যনাথ কোনও মূল্যেই পুলিশের নিয়ন্ত্রণ কেশব মৌর্যের হাতে ছাড়তে রাজি ছিলেন না।

আরও পড়ুন: গরু পাচার আর অবৈধ কসাইখানা অবিলম্বে বন্ধ করার নির্দেশ উত্তরপ্রদেশে

Advertisement

টানাপড়েন কাটছিল না বলেই উত্তরপ্রদেশে আটকে ছিল দফতর বণ্টন। কিন্তু মঙ্গলবার যোগী আদিত্যনাথ দিল্লি সফরে গিয়েই জট ছাড়িয়ে নেন বলে বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে যে দু’টি বৈঠক হয় আদিত্যনাথের, সেই দুই বৈঠকেই নাকি উত্তরপ্রদেশের সরকারের উপর নিজের কর্তৃত্ব আরও আরও নিশ্চিত করে নেন যোগী।

দফতর নিয়ে নিজেদের মতামত থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে ধারে-ভারে এঁটে উঠতে পারলেন না দুই উপমুখ্যমন্ত্রী। ছবি: পিটিআই।

বুধবার মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করেছেন যোগী। স্বরাষ্ট্র ও রাজস্ব নিজের হাতে রেখেছেন। উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যকে দিয়েছেন পূর্ত দফতর। আর এক উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাকে দিয়েছেন শিক্ষা। ভোটের কয়েক মাস আগে বিজেপিতে যোগ দেওয়া রীতা বহুগুণা যোশী পেয়েছেন পর্যটন এবং নারী ও শিশু কল্যাণ দফতর। সিদ্ধার্থনাথ সিংহ পেয়েছেন স্বাস্থ্য দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন