National News

উত্তরপ্রদেশে জ্বালানো হল বেশ কিছু মাংসের দোকান! পিছনে ‘গোরক্ষক’রা?

উত্তরপ্রদেশের হাতরসে বেশ কিছু মাংসের দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে বলে পুলিশের দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৪:০৮
Share:

পুড়িয়ে দেওয়া সেই দেকান। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের হাতরসে বেশ কিছু মাংসের দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে বলে পুলিশের দাবি। প্রাথমিক বাবে পুলিশের অনুমান, এই কাজ সমাজবিরোধীরা করেছে। এর পিছনে কোনও অসত্ উদ্দেশ্য রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। তবে, বিরোধীদের একাংশের দাবি, এর পিছনে রয়েছে স্বঘোষিত গোরক্ষক বাহিনী।

Advertisement

যে এজেন্ডা নিয়ে উত্তরপ্রদেশের মসনদ দখল করার লড়াইয়ে নেমেছিল বিজেপি, তার মধ্যে অন্যতম ছিল সুশাসন। উত্তরপ্রদেশের মানুষ সেই আশ্বাসে সিলমোহর দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। যোগী আদিত্যনাথের নাম যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়, বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে হিন্দুত্ববাদের ধ্বজা ওড়াবেন না তো তিনি?

আরও পড়ুন: বিনা ফরমানেই বন্ধ কসাইখানা

Advertisement

শুধু তাই নয়, উত্তরপ্রদেশের তখ্‌তে বসার পরই গত ২১ মার্চ দু’টি অবৈধ কসাইখানা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যে যত অবৈধ কসাইখানা রয়েছে, খুব শীঘ্রই সেগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেবে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন