সীমান্ত বৈঠকে ভারত-বাংলাদেশ

করিমগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সমস্যা মেটাতে সেক্টর কম্যান্ডার পর্যায়ে বৈঠক হল কুশিয়ারা নদী সীমান্তে। বাংলাদেশের সিলেটের সেক্টর কম্যান্ডার মহম্মদ শাজাহান সিরাজ, ৪১ ব্যাটালিয়নের কম্যান্ডার শাহ আলম চৌধুরী এবং বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে আস্থানা বৈঠকে অংশ নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০২:৩৮
Share:

করিমগঞ্জে কুশিয়ারা নদী-সীমান্তে বিজিবি কর্তাদের স্বাগত জানাচ্ছে স্কুলপড়ুয়ারা। বুধবার শীর্ষেন্দু সী-র তোলা ছবি।

করিমগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সমস্যা মেটাতে সেক্টর কম্যান্ডার পর্যায়ে বৈঠক হল কুশিয়ারা নদী সীমান্তে। বাংলাদেশের সিলেটের সেক্টর কম্যান্ডার মহম্মদ শাজাহান সিরাজ, ৪১ ব্যাটালিয়নের কম্যান্ডার শাহ আলম চৌধুরী এবং বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে আস্থানা বৈঠকে অংশ নেন। করিমগঞ্জ শহর লাগোয়া সাড়ে তিন কিলোমিটার নদী সীমান্ত একেবারে উন্মুক্ত। ভারতের তরফ থেকে বেশ কয়েকবার বেড়া বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাতে আপত্তি জানায় বাংলাদেশ। বাংলাদেশের বক্তব্য, সীমান্তের ১৫০ মিটার বাদ দিয়ে বসাতে হবে বেড়া। সে ভাবে বেড়া বসানো হলে করিমগঞ্জ শহরের অনেক বাড়িঘর, অফিস-আদালত বেড়ার বাইরে চলে যাবে। এই বাস্তব পরিস্থিতি বর্ডার গার্ড অব বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করছে বিএসএফ। মাস দুয়েক আগে কুশিয়ারা নদী সীমান্তে কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পর আজ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হল। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সমস্যা নিয়ে আলোচনা হয়। বিজিবির ৬ সদস্যের প্রতিনিধি বিএসএফের বোটে করে ভারতে আসেন। স্কুলের ছাত্রছাত্রীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানায়। বিজিবির তরফ থেকে বাচ্চাদের হাতে চকোলেট দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন