তর্কে জড়ালেন মেহবুবা-ওমর

সেনা কলোনি তৈরির প্রস্তাব ঘিরে উত্তাল জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর। তার আঁচ পড়ল জম্মু-কাশ্মীর বিধানসভাতেও। সোমবার এ নিয়ে তর্ক জুড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:১৪
Share:

সেনা কলোনি তৈরির প্রস্তাব ঘিরে উত্তাল জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর। তার আঁচ পড়ল জম্মু-কাশ্মীর বিধানসভাতেও। সোমবার এ নিয়ে তর্ক জুড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। মেহবুবার অভিযোগ, এক জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইটারে গুজব ছড়াচ্ছেন। পাল্টা উত্তর দেন ওমরও। তিনি বলেন, ‘‘আমার সামান্য কিছু টুইট আপনাকে উত্তেজিত করে তুলছে। কিন্ত টুইটের মাধ্যম আমি যদি আপনাকে দায়িত্বশীল করে তুলতে পারি, তা হলে টুইট চালিয়ে যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement