জোট নিয়ে অবস্থান স্পষ্ট করতে বিজেপি-পিডিপিকে রাজ্যপালের নির্দেশ

জম্মু-কাশ্মীরে কি ফের নির্বাচন হবে? পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অন্তত তেমনটাই চাইছেন। রবিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মেহবুবা। সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পিডিপি-র মূল রাজনৈতিক আদর্শ থেকে সরে আসা সম্ভব নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪০
Share:

জম্মু-কাশ্মীরে কি ফের নির্বাচন হবে? পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অন্তত তেমনটাই চাইছেন।

Advertisement

রবিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মেহবুবা। সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পিডিপি-র মূল রাজনৈতিক আদর্শ থেকে সরে আসা সম্ভব নয়। পাশে কাউকে না পেলে, তিনি একা চলতেও রাজি! প্রয়োজনে ফের এক বার কাশ্মীরের মানুষের কাছে মতামত জানতে চাওয়া যেতে পারে বলে দলীয় ওই বৈঠকে জানিয়েছেন মেহবুবা।

গত ৭ জানুয়ারি মারা গিয়েছেন মুফতি মহম্মদ সঈদ। তাঁর মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা মেয়ে মেহবুবা মুফতির। কিন্তু, রাষ্ট্রীয় শোক শেষ না হওয়া পর্যন্ত শপথ নেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরই মধ্যে সনিয়া গাঁধীর সঙ্গে মুফতির বৈঠকে জল্পনা শুরু হয় সরকার গঠনের নয়া সমীকরণ নিয়ে। তবে কি বিজেপি-র সঙ্গে ১০ মাসের জোট-সম্পর্ক ভাঙতে চলেছে পিডিপি? আর সে কারণেই জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আগ্রহী নন মেহবুবা! শোকের কারণ দেখিয়ে পিছিয়ে দিচ্ছেন শপথ প্রক্রিয়া?

Advertisement

তাত্পর্যপূর্ণ ভাবে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বিজেপি-পিডিপিকে সরকার গঠন প্রসঙ্গে তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে বলেছেন। জল্পনার আগুনে এই নির্দেশ ঘি ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মেহবুবা শপথ না নেওয়ায় রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন চলছে।

বিজেপি যদিও প্রকাশ্যে জানিয়েছে, পিডিপি-র সঙ্গে সম্পর্ক একই রকম আছে। জোটে কোনও সমস্যা নেই। মেহবুবা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্য নেতাদের একটা দল সোমবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, পিডিপি-র সঙ্গে জোটে কোথাও কোনও সমস্যা নেই বলেই রিপোর্ট দেবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন