মহারাষ্ট্র থেকে রবিবার গ্রেফতার হল আরও এক আইএস সন্দেহভাজন। ২৪ বছরের ওই যুবককে মরাঠওয়াড়ার পরভাণী থেকে ধরা হয়। মহারাষ্ট্র সন্ত্রাসদমন শাখার এক অফিসারের কথায়, ‘‘ধৃতের নাম শাহিদ খান। তার কাছে এক কিলো বিস্ফোরক-সহ নানা সরঞ্জাম মিলেছে।
Advertisement
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০৩:০৮
Share:
মহারাষ্ট্র থেকে রবিবার গ্রেফতার হল আরও এক আইএস সন্দেহভাজন। ২৪ বছরের ওই যুবককে মরাঠওয়াড়ার পরভাণী থেকে ধরা হয়। মহারাষ্ট্র সন্ত্রাসদমন শাখার এক অফিসারের কথায়, ‘‘ধৃতের নাম শাহিদ খান। তার কাছে এক কিলো বিস্ফোরক-সহ নানা সরঞ্জাম মিলেছে।