দীনানগরের পর জঙ্গিহানায় রক্তাক্ত অনন্তনাগ, আহত ৫

গুরুদাসপুরে জঙ্গি হানার পর ৪৮ ঘণ্টা কাটেনি। তার মধ্যে ফের জঙ্গিদের নিশানা হয়ে উঠল জম্মু-কাশ্মীর। পুলিশ সূত্রে খবর, অনন্তনাগের কেপি রোডের কাছে কাজি বাগ এলাকায় হামলা চালায় জঙ্গিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ১৩:৩৮
Share:

গুরুদাসপুরে জঙ্গি হানার পর ৪৮ ঘণ্টা কাটেনি। তার মধ্যে ফের জঙ্গিদের নিশানা হয়ে উঠল জম্মু-কাশ্মীর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অনন্তনাগের কেপি রোডের কাছে কাজি বাগ এলাকায় হামলা চালায় জঙ্গিরা। সেই সময় ওই রাস্তা দিয়ে একটি আর্মির গাড়ি যাচ্ছিল। গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হন ৩ জন সিআরপিএফ জওয়ান এবং ২ আধিকারিক। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার পর জঙ্গিরা ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।

Advertisement

এর আগে গত সোমবার ভোরে পঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গি হানায় নিহত হয়েছিলেন আট জন। ওই ঘটনায় তিন জঙ্গিকেও নিকেশ করে সেনা বাহিনীর জওয়ানরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement